কোর্টে জুতো কাণ্ড: অভিযুক্তের বিরুদ্ধে মামলার আর্জি নাকচ
বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে পদক্ষেপ নিলে আরও একটি অধ্যায়ের সূচনা হতে পারে। আগামী কয়েক সপ্তাহে বিষয়টি নিয়ে ব্যবসা করতে পারে সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবার জুতো কাণ্ডে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। গত ৬ অক্টোবর শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতো ছোড়ার চেষ্টা করেছিলেন রাকেশ। সেই ঘটনায় দিল্লির ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতি দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল। আজ, শুক্রবার জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানির আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং। তিনি জানান, অভিযুক্ত আইনজীবী নিজের কীর্তির জন্য একটুও অনুতপ্ত নন। তাঁর দাবিকে সমর্থন করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ জুতো কাণ্ডের প্রশংসা করেছেন। বৃহস্পতিবার অবশ্য তাঁদের আবেদন নাকচ করে দেয় বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। দুই বিচারপতির পর্যবেক্ষণ, প্রধান বিচারপতি নিজে বিষয়টি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিয়ে কাটাছেঁড়া করলে আগামী দিনে ফের মুখরোচক আলোচনার সুযোগ পাবে সোশ্যাল মিডিয়া। এটা হতে দেওয়া যায় না।