• অসমের তিনসুকিয়ায় সেনা ক্যাম্পে হামলা উলফার, আহত ৩ জওয়ান
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের তিনসুকিয়ায় ভারতীয় সেনার ক্যাম্পে হামলা চালাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন উলফা (স্বাধীন)। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ কাকোপাথার এলাকায় ওই হামলা হয় বলে সেনাবাহিনী সূত্রে খবর। এলাকাটি অসম ও অরুণাচল প্রদেশের সীমানার কাছে অবস্থিত। সেনার এক মুখপাত্র জানিয়েছেন, চলন্ত গাড়ি থেকে ক্যাম্প লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরাও। তবে ক্যাম্পের আশপাশে জনবসতি থাকায় ক্ষতি এড়াতে অতিরিক্ত সতর্ক ছিল সেনা। প্রায় আধ ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। জওয়ানদের আক্রমণের মুখে শেষ পর্যন্ত এলাকা ছেড়ে চম্পট দিতে বাধ্য হয় জঙ্গিরা। সেনার ওই মুখপাত্র জানিয়েছেন, তিন জওয়ান সামান্য আহত হয়েছেন। কারও আঘাতই গুরুতর নয়। জঙ্গিদের ধরতে পুলিশের সঙ্গে যৌথ অভিযান শুরু করেছে সেনা। ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা। তারা জানিয়েছে, এই হামলা ‘অপারেশন প্রতিশোধ’-এর অঙ্গ। সেনা যতই আধুনিক প্রযুক্তি ব্যবহার করুক, লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত তাদের ধ্বংস করা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠনটি।

    সেনা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ট্রাকে চেপে জঙ্গিরা এসেছিল, সেখান থেকে হামলা চালানো হয়। জঙ্গিরা ডুমডুমার দিক থেকে এসেছিল। হামলা চালানোর পর তারা অরুণাচল প্রদেশের দিকে পালিয়ে যায়। অসম-অরুণাচল সীমানার নোয়া দিহিং নদীর কাছে টেঙ্গাপানি ঘাট থেকে একটি গাড়ি উদ্ধার করেছে সেনা। কাকোপাথার এলাকার এক বাসিন্দা জানান, ‘আমরা মাঝরাতে হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম ঝড়-বৃষ্টি হচ্ছে। কিন্তু পরে বুঝতে পারি গুলির শব্দ। রাতের ঘটনায় আমরা এখনও আতঙ্কিত।’
  • Link to this news (বর্তমান)