• ছত্তিশগড়: ৩ দিনে আত্মসমর্পণ ৪৬৮ মাওবাদীর
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, রায়পুর: ২০২৬ সালের মার্চের মধ্যেই মাওবাদী মুক্ত হবে ভারত। সাফ বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুলির লড়াই থেকে আত্মসমর্পণ। জারি অপারেশন। বিগত কয়েকদিনে তা আরও জোরদার হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছিল মোট ২৫৮ জন। শুক্রবার ছত্তিশগড়ের বস্তারের জগদলপুরে আত্মসমর্পণ করল আরও ২১০ জন। এদের মধ্যে কেন্দ্রীয় কমিটির এক সদস্যও রয়েছে। ফলে সবমিলিয়ে তিনদিনে মাওবাদী আদর্শ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরল মোট ৪৬৮ জন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘গত ৫০-৫৫ বছরে হাজার হাজার মানুষ মাওবাদী হিংসায় প্রাণ হারিয়েছেন। তারা স্কুল-হাসপাতাল তৈরি করতে দিত না। চিকিৎসকদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে বাধা দিত। ১১ বছর আগে দেশের প্রায় ১২৫টি জেলা মাওবাদীদের ঘাঁটি ছিল। আজ সেই সংখ্যাটা মাত্র ১১। তার মধ্যে শুধু তিনটি জেলায় মাওবাদীদের প্রভাব বেশি। ভারত শীঘ্রই এই সন্ত্রাসের হাত থেকে পুরোপুরি মুক্তি পাবে। যেসব এলাকা ৬০-৭০ বছর ধরে মাওবাদী অধ্যুষিত ছিল, সেখানে প্রথমবার দীপাবলি উদযাপন করা হবে।’ মাওবাদীদের এই আত্মসমর্পণকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বস্তারের জগদলপুরে দণ্ডকারণ্য অঞ্চলের ২১০ জন মাওবাদী ১৫৩টি অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ১৯টি একে-৪৭, ১৭টি এসএলআর, ২৩টি ইনসাস রাইফেল, ১টি এলএমজি, ৩৬টি ৩০৩ রাইফেল, ৪টি কার্বাইন, ৪১টি ১২ বোর/সিঙ্গেল শট গান,  ১টি পিস্তল ও ১১টি বিজিএল লঞ্চার রয়েছে। এদিন আত্মসমর্পণ করা মাওবাদীদের মধ্যে শতাধিক মহিলাও ছিল।

    বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, গত দু’দিনে ছত্তিশগড় ও মহারাষ্ট্রে মোট ২৫৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। অবুঝমাড় ও উত্তর বস্তারকে মাওবাদী মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছিলেন তিনি। বৃহস্পতিবার ছত্তিশগড়ে ১৭০ জন ও বুধবার ২৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। বুধবার মহারাষ্ট্রেও পুলিশের কাছে অস্ত্র তুলে দেয় ৬১ জন। এদিন আরও ২১০ জনকে নিয়ে গত তিনদিনে সবমিলিয়ে ৪৬৮ জন মাওবাদী আত্মসমর্পণ করল। যারমধ্যে শুধুমাত্র ছত্তিশগড়েরই ৪০৭ জন। 

    ইতিমধ্যেই গড়চিরৌলিতে আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা কিষেণজির ভাই মল্লজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি। বেণুগোপালের সঙ্গে আত্মসমর্পণ করেন ৬০ জন। বেণুগোপালের পর মাওবাদীদের মধ্যে অস্ত্রত্যাগের হিড়িক পড়ে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)