• জুবিনের মৃত্যুতে অস্বাভাবিকতা নেই, জানাল সিঙ্গাপুরের পুলিশ
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • গুয়াহাটি: গায়ক জুবিন গর্গের মৃত্যুতে অস্বাভাবিকতা নেই। ষড়যন্ত্র বা খুনের কোনও প্রমাণ মেলেনি। স্পষ্ট জানাল সিঙ্গাপুর পুলিশ। 

    গত মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় বিভিন্ন মহলে। অসমের বিশেষ তদন্তকারী দল জুবিনের মৃত্যুতে এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে। গত বুধবার কারাগারের বাইরে বিক্ষোভে উত্তপ্ত হয় অসম। পরিস্থিতি নিয়ন্ত্রণে বক্সা জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। এখনও পরিস্থিতি উত্তপ্ত। এই আবহে সিঙ্গাপুর পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের প্রাথমিক তদন্তে খুন বা অপরাধের প্রমাণ মেলেনি। তবে গোটা তদন্ত প্রক্রিয়া শেষ হতে তিন মাস সময় লাগতে পারে। 

    পুলিশের বিবৃতিতে লেখা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়া জুড়ে জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে নানা ভুয়ো খবর ও গুজব রটানো হচ্ছে। আমরা জনগণকে অনুরোধ করছি, এমন ভুল তথ্য প্রচার করবেন না।’ তিন মাস পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে। তারা আরও জানিয়েছে, জুবিনের ময়না তদন্তের রিপোর্ট পুনর্বিবেচনা করে দেখা হবে। এই আবহে শুক্রবার অসমে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জুবিনের মৃত্যুতে স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন তিনি। তবে এ প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আমরা আশা করেছিলাম, জুবিনের শেষকৃত্যে অন্তত একজন সিনিয়র কংগ্রেস নেতা আসবেন। তাঁরা আসেননি। ঘটনার ২৮ দিন পর রাহুল গান্ধীর মনে হয়েছে আসার কথা। আমি ওঁকে স্বাগত জানাই।’ 

    এক মাস কেটে গেলেও জুবিন শোক ভুলতে পারেনি অসম। সে কারণে এ বছর স্থগিত রাখা হয়েছে ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ৪ থেকে ৭ ডিসেম্বর দশ তম ফেস্টিভ্যাল আয়োজিত হওয়ার কথা ছিল। তার জন্য প্রস্তুতিও চলছিল জোর কদমে। তবে এবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চলচ্চিত্র উৎসব স্থগিত থাকছে। তা হবে ২০২৬ সালে। 
  • Link to this news (বর্তমান)