• বিহারের ফলের পরই শীতকালীন অধিবেশন শুরু হবে সংসদে
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই সংসদের শীতকালীন অধিবেশন বসতে চলেছে। বিজেপি-এনডিএ ধরেই নিয়েছে যে, ফের তারাই ক্ষমতায় আসছে বিহারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো এ ব্যাপারে প্রচারও শুরু করে দিয়েছেন। ফলপ্রকাশ  শুক্রবার ১৪ নভেম্বর। ঘটনাচক্রে সেদিন আবার পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। তার পরেই সোমবার অর্থাৎ ১৭ নভেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হোক বলেই চাইছে সরকারের শীর্ষস্তরের নেতারা। উদ্দেশ্য, সংসদেও বিহার জয়ের সাফল্য সেলিব্রেশন। তবে আচমকা যদি ফল উল্টো হয়? তাই এক সপ্তাহ পিছিয়ে ২৪ নভেম্বর সোমবার থেকেও শীতকালীন অধিবেশন শুরু হতে পারে। ফলে দুটি তারিখ, ১৭ এবং ২৪ নিয়ে সরকারের অন্দরে টানাপোড়েন চলছে। দীপাবলির পরেই তা ঘোষণা হবে বলেই সরকারি সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)