নয়াদিল্লি: দেশজুড়ে ক্রমেই বাড়ছে অনলাইন প্রতারণার সংখ্যা। বিশেষ করে শীর্ষ আদালতের নথি জাল করে ডিজিটাল অ্যারেস্ট ও সেই ফাঁদে পা দিয়ে মানুষের সর্বস্বান্ত হওয়ার ঘটনা ঘটছে অহরহ। ক্রমবর্ধমান সাইবার অপরাধের ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিম্ন আদালত কিংবা হাইকোর্টের নির্দেশ, বিচারকদের স্বাক্ষর জাল করা হচ্ছে ডিজিটাল অ্যারেস্টের জন্য। ফলে বিচারবিভাগের উপর মানুষের আস্থা তলানিতে ঠেকেছে। এবিষয়ে কেন্দ্র ও সিবিআইয়ের বক্তব্যও জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। সম্প্রতি হরিয়ানার আম্বালার এক বৃদ্ধ দম্পতি ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা দিয়ে এক কোটিরও বেশি টাকা হারিয়েছেন। সুপ্রিম কোর্টের নথি জাল করে তাঁদের ধোঁকা দেওয়া হয়। গত ২১ সেপ্টেম্বর দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইকে চিঠি লিখে বিষয়টি জানান ৭৩ বছরের বৃদ্ধা। তারপরেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। এদিন সেই মামলার শুনানিতে সাইবার অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চের পর্যবেক্ষণ, সাইবার প্রতারণা কোনও সাধারণ অপরাধ নয়। যেখানে পুলিশ তদন্ত করে সমাধানে পৌঁছাবে। আদালতের নথি জাল করে সাইবার অপরাধ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন প্রান্তে বারবার এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে বয়স্কদের উপর এই ধরনের ঘটনা বাড়ছে। প্রতারকদের পুরো নেটওয়ার্ক আইনের আওতায় আনতে কেন্দ্র ও রাজ্য পুলিশকে যৌথভাবে তদন্ত করতে হবে।