• লাদাখ হিংসায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: লাদাখ হিংসায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন বিচারপতি বিএস চৌহান। থাকবেন প্রাক্তন বিচারক মোহন সিং পরিহার ও প্রাক্তন আইএএস তুষার আনন্দও। গত ২৪ সেপ্টেম্বর ষষ্ঠ তপশিলের দাবিতে আন্দোলনে অশান্ত হয়ে ওঠে লাদাখ। মৃত্যু হয় চার জনের। আহত হন আরও ৯০ জন। ঘটনার পর গত ২৬ সেপ্টেম্বর জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার হন সোনাম ওয়াংচুক। অশান্তির প্রায় ২০দিন পর গত ১৫ অক্টোবর যাবতীয় বিধিনিষেধ তুলে নিয়েছে লে প্রশাসন। ছন্দে ফিরেছে জনজীবন। স্বাভাবিক হয়েছে ইন্টারনেটও। 
  • Link to this news (বর্তমান)