• হিজাব বিতর্ক: নিয়ম মানলে ছাত্রীকে স্বাগত, জানাল স্কুল
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • তিরুবনন্তপুরম: কেরলের স্কুলে হিজাব বিতর্কে নয়া মোড়। মানসিকভাবে ভেঙে পড়েছে অষ্টম শ্রেণির ওই ছাত্রী। তাই তাকে আর সেন্ট রিটাস পাবলিক স্কুলে পাঠানো হবে না। ইতিমধ্যেই তাকে অন্য স্কুলে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবার এমনই জানালেন ছাত্রীর বাবা। তারপর স্কুল কর্তৃপক্ষের সমালোচনায় সরব হয়েছে একাধিক সংগঠন। যদিও স্কুল প্রিন্সিপালের সাফ বক্তব্য- নিয়ম মেনে চললে ওই পড়ুয়াকে স্বাগত জানাই। দিনকয়েক আগে হিজাব পরায় কোচির ওই ছাত্রীকে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। তারপর থেকেই কেরলে তোলপাড় শুরু হয়। চরম বিতর্কের আবহে সোমবার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করেছিল স্কুল। বুধবার স্কুল খুললেও আসেনি ওই ছাত্রী। অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল জানান, যদি ওই ছাত্রী স্কুলের নিয়ম মেনে চলতে রাজি হয়, তাহলে কোনও সমস্যা নেই। আমরা তাকে স্বাগত জানাই।
  • Link to this news (বর্তমান)