ভোপাল: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের জাতিগত নিগ্রহের শিকার এক যুবক। দিনকয়েক আগেই রাজ্যের দামোহ জেলায় ব্রাহ্মণের ধোওয়া জল পান করতে বাধ্য করা হয়েছিল ওবিসি সম্প্রদায়ের এক যুবককে। এবার কাটনি। অবৈধ খননের প্রতিবাদ করেছিলেন এক দলিত যুবক। এর জেরে মঙ্গলবার তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। এখানেই শেষ নয় তাঁর গায়ে প্রস্রাবও করেন এক অভিযুক্ত। আক্রান্ত যুবকের নাম রাজকুমার চৌধুরি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটনির মাতওয়াড়া গ্রামে অবৈধ খনন চলছিল। মঙ্গলবার তার প্রতিবাদ জানাতে গিয়েই বিপাকে পড়েন ওই দলিত যুবক। রামানুজ পান্ডে, রামবিহারী পান্ডে, পবন পান্ডে ও সতীশ পান্ডে নামে চার অভিযুক্ত রাজকুমারকে বেধড়ক মারধর করেন। আক্রান্ত যুবকের অভিযোগ, গ্রামপ্রধানের ছেলে পবন তাঁর গায়ের উপর প্রস্রাব করেন। জাত তুলে গালাগালি করেন। এমনকী পুলিশে খবর দিলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।