জাতপাতের অঙ্কে গুজরাত মন্ত্রিসভার রদবদল, উপমুখ্যমন্ত্রী পদে হর্ষ সাংভি
বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
আমেদাবাদ: গুজরাতে মন্ত্রিসভায় বড়সড় রদবদল ও সম্প্রসারণ। বৃহস্পতিবার রাজ্যের ১৬ মন্ত্রী পদত্যাগ করেন। পুরোনো মন্ত্রিসভার ছ’জন নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। নতুন ১৯ জন বিধায়ক এবার মন্ত্রী হয়েছেন। সবমিলিয়ে ভূপেন্দ্র প্যাটেল মন্ত্রিসভায় ন’জন পূর্ণমন্ত্রী, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৩ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁদের শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ জন।
সামনেই রাজ্যের পঞ্চায়েত ভোট। তারপর ২০২৭ সালে পুর নির্বাচন। এর মাঝে মন্ত্রিসভায় রদবদলের জল্পনা ছিল। শুক্রবার তাতেই সিলমোহর পড়ল। বড় চমক উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি। কারণ ২০২১ সালের পর থেকে গুজরাতে কোনও উপমুখ্যমন্ত্রী ছিলেন না। পাশাপশি ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজাও নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জামনগর উত্তরের জয়ী বিধায়ক রিভাবা, তরুণদের কাছে পরিচিত মুখ। কাজেই তাঁকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করে জনসংযোগে জোর দিতে চাইছে বিজেপি। এছাড়া নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন জিতু ভাগানি, অর্জুন মোধওয়াদিয়া, মনীষা ভাকিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র নতুন মুখদের সামনে আনা নয়, মন্ত্রিসভার রদবদলের নেপথ্যে বড় পরিকল্পনা রয়েছে বিজেপির। যেভাবে মন্ত্রিসভা সাজানো হয়েছে তাতে স্পষ্ট যে, জাতপাতের অঙ্কটাও ভালোমতো কষেছে গেরুয়া শিবির। নতুনদের মধ্যে সাতজন পাটীদার, আটজন ওবিসি, সাতজন তপশিলি জাতি ও উপজাতির মানুষ রয়েছেন। পাশাপাশি রয়েছেন ব্রাহ্মণ, জৈন এবং ক্ষত্রিয়রাও। মন্ত্রিসভায় রাখা হয়েছে তিন মহিলাকেও। এই বৈচিত্র্য সামাজিক ভারসাম্য বজায় রাখবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে পুরোনোদের সরিয়ে দেওয়ায় প্রশাসনিক কাজেও উন্নতি হতে পারে। সবমিলিয়ে গুজরাতের মন্ত্রিসভায় রদবদল ভোটবাক্সে প্রভাব আশানুরূপ প্রভাব ফেলবে বলেই মনে করছে বিজেপি।