• পায়রা উড়িয়ে পুজো শুরু হয় বাগডোগরা হাটখোলা কালীমন্দিরে
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • শ্যামল পাল , বাগডোগরা:

    কালীপুজো উপলক্ষ্যে জোর প্রস্তুতি চলছে আড়াইশো বছর প্রাচীন বাগডোগরা হাটখোলা কালীমন্দিরে। আগে পাঁঠা বলি দেওয়া হলেও, গত ৪ বছর ধরে বন্ধ রয়েছে এই প্রথা। বাগডোগরা হাটখোলা কালীমন্দিরে প্রত্যেক বছর বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে পৌঁছন। আগে পাঁঠা ও পায়রা বলি দেখতে ভিড় জমাতেন মানুষজন। তবে বর্তমানে পায়রা উড়িয়ে পুজো শুরু হয়। 

    জানা গিয়েছে, প্রথমে বাগডোগরা তারবান্ধায় এক জমিদার বাড়িতে দেবী দুর্গার পাশাপাশি কালীপুজোয় পূজিত হতেন শ্যামা মা। তবে সেই জমিদার বাড়িতে ডাকাতি হওয়ায় দেশ স্বাধীনের বহু আগেই হাটখোলায় মাটি নিয়ে এসে পুজো শুরু হয় শ্যামা মায়ের। সেইসময় থেকে আজও মানুষের বিশ্বাস রয়েছে এই শ্যামা মা জাগ্রত। তাইতো উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা প্রত্যেক বছর নিজেদের মনস্কামনা নিয়ে আসেন এখানে। প্রথমে বাঁশের চালা ঘরের মতো মন্দির থাকলেও, বর্তমানে নতুন করে কমিটি তৈরি করে দোতলা মন্দির তৈরি করা হয়েছে। প্রত্যেক বছর বহু মানুষ পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন।

    এবছরও পুজো উপলক্ষ্যে চলছে প্রস্তুতি। মন্দির কমিটির সভাপতি সমীর ঘোষাল, যুগ্ম সম্পাদক দিব্যেন্দু ঘোষ, বিশ্বজিৎ দাস ও গৌতম ঘোষরা বলেন, জন্মের পর থেকে মায়ের পুজো দেখে আসছি। আমাদের পূর্বপুরুষরাও এই মন্দিরের পুজো দেখেছেন। সমস্ত বাগডোগরাবাসীর আবেগ জড়িয়ে রয়েছে হাটখোলা কালীমন্দিরের সঙ্গে। সকলের প্রচেষ্টায় নতুন করে মন্দির নির্মাণ করা হয়েছে। এবছর পুজো উপলক্ষ্যে সবরকম প্রস্তুতি শুরু হয়েছে। আশা করছি, প্রচুর ভক্তের সমাগম হবে।
  • Link to this news (বর্তমান)