• বন্দর শহর হলদিয়ায় ধনতেরাসে রুপোর মাছ, নূপূর কিনতে ঝোঁক
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: চড়া দাম সত্ত্বেও ধনতেরাস উপলক্ষ্যে মঙ্গলসূচক রুপোর মাছ, পায়ের নূপূর কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। সেইসঙ্গে মুক্তো সেটিং করা হালকা সোনার গয়নার চাহিদা রয়েছে। অবাঙালিদের পাশাপাশি বাঙালিরাও অনেকেই কেনাকাটা করছেন। লক্ষ্মীপুজোর পর থেকে আগাম বুকিং শুরু হয়েছে। প্রতিদিনই হলদিয়ার সোনা-রুপোর দোকানে ৫০শতাংশ টাকা জমা রেখে বুকিং করছেন ক্রেতারা। বিশেষত রুপোর জিনিস কেনাকাটাতেই বেশি ঝোঁক দেখা যাচ্ছে।

    গত একমাসে সোনার দাম অনেক বেড়েছে। তাই শিল্পশহরে ধনতেরাসের বাজার খানিকটা ঝিমিয়ে রয়েছে, এটা ক্রেতা-বিক্রেতা উভয়েই মানছেন। তবে সোনার দাম বেড়ে যাওয়ায় বন্দর শহরের ক্রেতাদের মধ্যে রুপোর জিনিস কেনার প্রবণতা দেখা যাচ্ছে। এবার ধনতেরাসে রুপোর কয়েন, লক্ষ্মী-গণেশ তো বিক্রি হচ্ছেই। তবে সেইসঙ্গে রুপোর মাছ ও নূপূরের ভালো চাহিদা আছে। সোনার দাম বেড়ে যাওয়ায় তরুণীরা অনেকে রুপোর হালকা গয়না কিনতেও আগ্রহ দেখাচ্ছেন।

    হলদিয়া টাউনশিপের মোহনা মার্কেট কমপ্লেক্সে একটি রুপোর সামগ্রীর দোকানের কর্নধার স্বপনকুমার সী বলেন, সোনা ও রুপো-দুইয়ের দাম আকাশছোঁয়া। তা সত্ত্বেও ধনতেরাসে গতবারের তুলনায় এবার বুকিং বেশি। এই শুভদিনে সোনারুপো কিনলে ধনসম্পদের শ্রীবৃদ্ধি হয়, এমন বিশ্বাস রয়েছে। তাই গত কয়েকবছর ধরে অবাঙালিদের পাশাপাশি বাঙালিরাও প্রচুর রুপো কিনছেন। তবে ওই বিশেষ দিনে দোকানে খুব ভিড় হয়। তাই ক্রেতারা লক্ষ্মীপুজোর পর থেকেই দোকানে এসে পছন্দমতো গয়নার আগাম বুকিং করে যাচ্ছেন। এবার ধনতেরাসে ব্রহ্ম যোগ সহ একগুচ্ছ শুভ যোগ রয়েছে। তাই রুপো কেনায় আরও ভিড় হচ্ছে।

    হলদিয়ার এক ব্যবসায়ী বলেন, গত একমাসে রুপোর দাম কেজিতে ৫০হাজার টাকা বেড়েছে। গতবছরের চেয়ে এবার ধনতেরাসের সময় রুপোর দাম প্রায় ৭০হাজার টাকা বেশি। রুপোর দাম বাড়তে থাকায় ধনতেরাসে রুপো কেনায় মধ্যবিত্তের ঝোঁক বাড়ছে। তবে ১০গ্রাম সোনার দাম ধনতেরাসের আগেই ১লক্ষ ১৭হাজার টাকা পার করেছে। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ের মাথায় হাত পড়েছে। হলদিয়ার টাউনশিপের ল্যান্ডমার্ক লাগোয়া একটি গয়নার দোকানের মালিক চিত্তরঞ্জন কামিলা বলেন, এবার ধনতেরাসে সোনা কেনার প্রবণতা গতবারের তুলনায় ২৫শতাংশে এসে ঠেকেছে। তবু কিছু ক্রেতা আসছেন। তাঁরা মূলত হাল্কা মুক্তো সেটিং করা গয়না তৈরি করাচ্ছেন।
  • Link to this news (বর্তমান)