সোনার দর হঠাৎ করেই বেড়ে গিয়েছে। তাই হাল্কা সোনার গয়নারও আকর্ষণ কমে গিয়েছে। এবার ধনতেরাসে কান্দির বিভিন্ন এলাকায় রুপোর তৈরি গয়নার দিকেই আর্কষণ বেশি। অন্তত এমটাই জানাচ্ছেন স্বর্ণশিল্পীরা। তবে সোনার তৈরি তুরকা সেট কিছুটা হলেও ধনতেরাসের বাজার ধরবে বলে মনে করা হচ্ছে।
কান্দি মহকুমা এলাকায় প্রায় ৪০০টির বেশি সোনার দোকান রয়েছে। স্বর্ণশিল্পীর সংখ্যা হাজারের বেশি। প্রায় ৩০০-জন শিল্পী রুপোর গয়না তৈরি কবেন। শিল্পীদের সারা বছর কাজ থাকলেও ধনতেরাসের আগে যেন তাঁদের দম ফেলার ফুরসত নেই। শিল্পীরা জানিয়েছেন, পুজোর আগে থেকেই তাঁরা ধনতেরাসের গয়না তৈরির কাজে নেমে পড়েছেন। পুজোর কয়েকদিন বাড়িতে কাটিয়ে এবার পুরোদমে কাজ করে চলেছেন। আর সমস্ত কাজ চলছে ধনতেরাসকে লক্ষ্য রেখেই।
তবে সোনার গয়নার চেয়ে রুপোর গয়নার শিল্পীদের ব্যস্ততা বেশি বলে জানা গিয়েছে। ভরতপুরের স্বর্ণশিল্পী সুলতান শেখ বলেন, এবছর যেভাবে সোনার দর বেড়েছে তাতে ধনতেরাসের কথা ভেবে মালিক রুপোর গয়নার প্রতি জোর দিয়েছেন। সাধারণ পরিবারের কথা ভেবে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যেই কম ওজনের রুপোর গয়না বেশি তৈরি করা হচ্ছে। এমনকী অন্য জায়গা থেকেও প্রচুর পরিমাণ কম ওজনের চাঁদির গয়নার আমদানি করা হচ্ছে।
কান্দির রুপোর শিল্পী আজাহার মেহেমুদ বলেন, আমরা বছরভর রুপোর গয়না তৈরি করে থাকি। তবে এবছর কাজের চাপ খুব। ধনতেরাসের কথা ভেবে এখানে দিনরাত কাজ করে চলেছেন ২৩জন শিল্পী। মনে করা হচ্ছে এবারের ধনতেরাসে চাঁদির বাজার ভালো প্রভাব ফেলবে।
তবে সোনার বাজারও চেয়ে খুব একটা খারাপ নয়। সেটাও শিল্পীরা জানিয়েছেন। কান্দির স্বর্ণশিল্পী মাম্পি দাস, উজ্জ্বল দাস, অমিত মণ্ডল জানান, হঠাৎ করে সোনার দর বেড়ে যাওয়ায় ধনতেরাসে বেচাকেনায় একটু মার খাবে। হাল্কা সোনার গয়না কিনতেও অন্তত ১২ হাজার টাকা খরচ হবে। তাই ধনতেরাসে সোনার গহনা বেচাকেনা কম হতে পারে।
যদিও ভরতপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রীমন্ত সাহা বলেন, ধনতেরাসে সোনার বাজার একটা থাকেই। যেকারণে সোনার দোকানগুলিতে কম ওজনের সোনার গয়না ভালোই মজুত রাখা হয়েছে। কম ওজনের আংটি, কানের দুল থেকে অন্যান্য গয়নার চাহিদা থাকবে বলে মনে করা হচ্ছে।
এদিকে এবারের ধনতেরাসে সোনার তৈরি তুরকা সেট বাজারে প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সোনার তৈরি তুরকা সেটে যেমন ১২ হাজারের মধ্যে আংটি পাওয়া যাবে। তেমনই ৫০ হাজারের মধ্যে গলার চেনও মিলবে। অল্প ওজনের এই গয়না ইতিমধ্যেই বাজারে প্রভাব ফেলেছে। ধনতেরাসেও এর প্রভাব থাকবে বলে মনে করা হচ্ছে। - নিজস্ব চিত্র