• দাম আকাশছোঁয়া, তবুও ধনতেরসে হলুদ ধাতু কেনার হিড়িক শিল্পাঞ্চলে
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বর্তমানে সোনার দাম আকাশছোঁয়া। ১০ গ্রাম গহনা সোনার দাম ১ লক্ষ ১৫ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। লাফিয়ে বাড়ছে সোনার দাম। কার্যত মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যেতে বসা সোনার দামের জেরে কি বাজারে মন্দা রয়েছে? কিন্তু, ধনতেরাসের আগে উল্টো কথা শোনালেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁদের দাবি, সোনার দাম বাড়লেও বিক্রি কমছে না, বরং বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতির জেরে অনেকেই সেখানে বিনিয়োগ করছেন না। পরিবর্তে সোনায় বিনিয়োগ করা শুরু করেছেন। সোনায় বিনিয়োগ করলে লাভ নিশ্চিত, তা জেনে সাধারণ মানুষ এখন সোনাকে ‘অ্যাসেট’ হিসেবে সংগ্রহ করা শুরু করেছে। মূল্যবৃদ্ধির পাশাপাশি বাজারও ঊর্ধ্বমুখী।

    ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই মন্ত্রকে আঁকড়ে থাকে বাঙালি। গণেশ চতুর্থী থেকে ধনতেরাস, অবাঙালিদের উৎসবকে কবে আপন করে নিয়েছে আপামর পশ্চিমবঙ্গবাসী। ধনতেরাস উপলক্ষ্যে সোনা-রূপো সহ নানা গয়না সংগ্রহ করার হিড়িক পড়ে শহর থেকে গ্রামে। এদিকে, সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কয়েকদিন আগেও ১০ গ্রাম সোনা ৯০ হাজার টাকায় পাওয়া যেত। এখন তা বেড়ে ১ লক্ষ ১৫ হাজার পেরিয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সোনার দাম আরও বাড়বে। তাহলে কি ধনতেরাসের বাজার মন্দা যাবে? শিল্পাঞ্চলে সোনার দোকানে ঘুরে দেখা গেল উল্টো চিত্র। আসানসোল, দুর্গাপুর থেকে রানিগঞ্জের বিভিন্ন সোনার দোকানে মানুষের ভিড় রয়েছে। অনেকেই এই আশঙ্কায় সোনা কিনে রাখছেন যে, ভবিষ্যতে এই ধাতুর দাম আরও আকাশছোঁয়া হবে। তখন তাঁরা আর তা কিনতে পারবেন না। অনেকে আবার শেয়ারের পরিবর্তে সোনায় টাকা বিনিয়োগ করছেন। ফলে, স্বর্ণ ব্যবসায়ীদের মুখের হাসি চওড়া হয়েছে।

    দুর্গাপুরের স্বর্ণ ব্যবসায়ী রামকৃষ্ণ রায় বলেন, সোনা বিক্রি গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। মানুষ আর ধনতেরাসের দিনের জন্য অপেক্ষা করছে না। দুর্গাপুজোর পর থেকেই সোনা বিক্রি বাড়তে দেখা গিয়েছে। অনেকেই সোনার গয়নাকে ভবিষ্যতের সম্পদ হিসেবে রাখছেন। তাঁদের দাবি, আগামী ১০বছর পর এই সোনা বিপুল লাভ দেবে। রানিগঞ্জ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি প্রদীপকুমার নন্দী বলেন, সোনার দাম কমলে বাজার পড়ে। তখন মানুষ মনে করে, দাম হয়তো আরও কমবে। তা ভেবে অনেকেই সোনা কিনতে গড়িমসি করেন। এখন শেয়ার বাজারেরও টালমাটাল অবস্থা। তাই অনেকে সোনায় বিনিয়োগ করে রাখছেন। আসানসোলের বাসিন্দা মীনাক্ষী সেনগুপ্ত, দুর্গাপুরের রূপালী দেবনাথরা সোনা কিনতে গিয়েছিলেন দোকানে। তাঁরা বলেন, দাম সত্যিই আকাশছোঁয়া। তবুও সোনা তো কিনে রাখতেই হয়।
  • Link to this news (বর্তমান)