ঝাড়গ্রামের পুতরঙ্গি খালে ভাঙা সেতু গড়বে জেলা পরিষদ, খুশি বাসিন্দারা
বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম ব্লকের ছোট চাঁদাবিলা গ্ৰামে পুতরঙ্গি খালের উপর ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে সেতু তৈরি হবে। সাত বছর আগে কংক্রিটের সেতুটি ভেঙে যায়। এরপর কাঠ ও বাঁশের অস্থায়ী সেতুর উপর কোনওরকমে যাতায়াত করছিলেন স্থানীয় মানুষ। ভগ্ন সেতু পারাপার করতে গিয়ে পড়ে গিয়ে জখম হন অনেকেই। স্থানীয়রা সেকারণে নতুন করে কংক্রিটের সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। দীর্ঘদিনের সেই দাবিপূরণ হওয়ায় স্থানীয়দের মুখে হাসি। ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, পুতরঙ্গি খালের উপর কংক্রিটের সেতু তৈরি হবে। অর্থ বরাদ্দ হয়েছে। আশা করছি কাজ দ্রুত শুরু হবে।
সাপধরা পঞ্চায়েতের পুতরঙ্গি খালের উপর কংক্রিটের সেতুর দাবিতে দীর্ঘদিন ধরেই চলছিল আন্দোলন। ২০১৮ সাল থেকে এলাকার ১০টি গ্রামের মানুষের দুর্ভোগের শুরু। ঝাড়গ্রাম শহরে আসার একমাত্র সংযোগ পথের সেতুটি ভেঙে যাওয়ায় গ্রামবাসীরা খুব সমস্যায় পড়েন। সাত বছর ধরে রাস্তা অবরোধ, বিভিন্ন প্রশাসনিক দফতরে আবেদন ও অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা না হওয়ায় বাড়ছিল ক্ষোভ। গ্ৰামবাসীরা শেষমেশ দাবিপূরণ না হওয়ায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। অবশেষে সেই দাবিপূরণ হয়েছে। আবহাওয়া কিছুটা ভালো হলেই কাজ শুরু হবে সেতুর। জেলা পরিষদের উদ্যোগেই হবে কাজ।
গত সপ্তাহে জেলা পরিষদের এক প্রতিনিধি দল পুতরঙ্গি খাল পরিদর্শন করেন। বৃষ্টি হলেই ভাঙা সেতুর উপর দিয়ে জল বইতে থাকে। যার জেরে সেতুর কাঠগুলিও আলগা হয়ে গিয়েছে। প্রশাসনিক দপ্তরে সেতু তৈরির জন্য বারবার জানানো হয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে কাজের উদ্যোগ নেওয়া হয়নি। জেলা পরিষদের তরফে সেতু তৈরির কথা জানানো হয়েছে। দাবিপূরণ হওয়ায় স্বস্তিবোধ করছি। গ্ৰামের আর এক বাসিন্দা কালাচাঁদ মুর্মু বলেন, বালিবোঝাই ডাম্পার পারাপারে কংক্রিটের ছোট সেতু ভেঙে যায়। বর্ষা কালে ভাঙাচোরা কাঠের সেতুটি দিয়ে যাতায়াত করা যাচ্ছিল না। সেতু তৈরির কাজ দ্রুত শুরু হোক এটাই চাইছি।
এদিকে, সাপধরা পঞ্চায়েতের প্রধান নন্দিতা মাহাত বলেন, পুতরঙ্গি খালের দু’পাশের গ্ৰামের বাসিন্দাদের নিয়ে কিছুদিন আগেই সেতুর ব্যাপারে বৈঠক হয়।