• দুর্গাপুরের নির্যাতিতাকে সুস্থ ঘোষণা করে ছুটি দিল হাসপাতাল কর্তৃপক্ষ, মেয়ে এখনই ওড়িশা ফিরুক চায় না পরিবার
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: গণধর্ষণের শিকার হওয়া দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে সুস্থ ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ। শোভাপুরের যে বেসরকারি মেডিকেল কলেজে ওড়িশার ছাত্রীটি পড়াশোনা করেন, নির্যাতনের পর সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।  মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে তারা উল্লেখ করেছে, চিকিৎসক টিম তাকে পরীক্ষা করে ছুটি দেওয়ার জন্য সুস্থ বলে মনে করছেন। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলার পর এদিন তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। 

    ছুটি পেলেও স্বাভাবিকভাবেই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে থাকতে পারেন নির্যাতিতা। তিনি সেই কলেজের পড়ুয়া। ঘটনার পরই নির্যাতিতার বাবা একরাশ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা ওড়িশা ফিরতে চান। যদিও এদিন ডিসচার্জ হওয়ার পর অন্য কথাই জানিয়েছেন তিনি। ‘বর্তমান’কে ফোনে প্রতিক্রিয়া দিয়ে জানান, মেয়েকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে কিন্তু এখনই কী করে ওকে এখানে (ওড়িশায়) নিয়ে আসব! তাহলে কি দুর্গাপুরে রেখেই মেয়ের পড়াশোনা সম্পন্ন করতে চান অভিভাবকরা? জল্পনা শুরু হয়েছে। পুলিশ স্পষ্ট ভাবে জানিয়েছে, নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা থেকে গোপন জবানবন্দি সবই নেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে এখানে থাকাটা তাঁর বাধ্যতামূলক নয়।  

    এদিকে এদিনও ধর্ষণ কাণ্ডের তদন্ত জোর কদমে চালিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে যে এলাকা জুড়ে গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল বলে পুলিশ মনে করেছিল, পরবর্তীকালে নানা তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কাণ্ডটি হয়েছে। তারপরে নতুন করে বিভিন্ন সীমানা ঘিরে দেয় পুলিশ। দু’বার পুলিশের পক্ষ থেকে সেই সব এলাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তের জন্য যা অত্যন্ত কার্যকরী বলেই মনে করা হচ্ছে। 

    নির্যাতন কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুর সিটি সেন্টারে লাগাতার ধর্না চালানোর কথা জানিয়েছিল বিজেপির। শুক্র, শনি ও রবি এই তিনদিন তিন হেভিওয়েট বিজেপি নেতার ধর্না মঞ্চে এসে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর কথা ছিল। শুক্রবার ধরনা মঞ্চে আসার কথা ছিল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। মেডিকেল কলেজ পড়ুয়া নির্যাতনের প্রতিবাদের ধর্না মঞ্চে এদিন দেখা যায়নি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, শনি ও রবিবার দুই তাবড় বিজেপি নেতার ধর্না মঞ্চে বক্তব্য রাখার কথা থাকলেও, তাঁরা আসছেন না। ঠিক হয়েছে, আজ শনিবারই  সাংবাদিক সম্মেলন করে ধর্না মঞ্চের ইতি টানা হবে। রাজনৈতিক মহল মনে করছে, সহপাঠী সহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে নেওয়া এবং নির্যাতিতার  পরিবারের অবস্থান বদলে জেরে বিজেপি কিছুটা ব্যাকফুটে গিয়েছে। খুব সম্ভবত সেই কারণেই বড় নেতারা ধর্না মঞ্চ এড়িয়ে চলছেন। দুর্গাপুর-২ ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, রাজনৈতিক লক্ষ্য পূরণ হবে না বুঝতে পেরেই, বিজেপি পিছুটান দিয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য আন্দোলন করে না, রাজনৈতিক স্বার্থসিদ্ধি চরিতার্থ করাই ছিল পদ্মপার্টির  লক্ষ্য। বিজেপি জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা ভাবছেন আমাদের আন্দোলন শেষ হয়ে গেল, তাঁরা ভুল ভাবছেন। জরুরি কাজ থাকায় সুকান্তবাবু দুর্গাপুরে আসতে পারেননি। কালীপুজো-ভাইফোঁটার জন্য  আন্দোলন সাময়িক স্থগিত রাখা হলেও, পরে তা ওয়ার্ড স্তরে ছড়িয়ে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)