সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নকল সোনা জমা দিয়ে লোন নেওয়ার অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হল। ধৃতের নাম অভয় পাল। বাড়ি তারকেশ্বর থানার অন্তর্গত কুলতেঘরী গ্রামে। আগে এই ঘটনায় আগে গোল্ড স্মিথ (ব্যাঙ্কের সোনা যাচাইকারী) সহ পাঁচজকে গ্রেফতার করা হয়েছিল। ফলে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ছয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তারকেশ্বর শাখা থেকে প্রথম অভিযোগ জমা পড়ে তারকেশ্বর থানায়। নকল সোনা ব্যাঙ্কে জমা রেখে প্রায় কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়। তারকেশ্বর থানার অন্তর্গত মোট চারটি ব্যাঙ্কের থেকে একইভাবে ঋণ নেওয়া হয়েছিল। আগে ৫ জন এই ঘটনায় গ্রেফতার হয়। ধৃত অভয় চক্রের মূল পান্ডা বলে জানা গিয়েছে। ব্যাংকে প্রায় ১ কোটি টাকার উপর নকল সোনা বন্ধক দিয়ে ঋণ নিয়েছিল সে। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল অভয়। অবশেষে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুরশুড়া থানার পঞ্চাননতলা থেকে গ্রেফতার করে তাকে। শুক্রবার তারকেশ্বর থানার পুলিশ ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে হাজির করে। আদালত পুলিশ হেপাজতের নির্দেশ দেয়।