• বিমায় বিনিয়োগের নামে ১ কোটির বেশি প্রতারণা, দেগঙ্গায় গ্রেফতার
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: জীবন বিমার স্কিমে বিনিয়োগের নামে ১ কোটি ২৩ লক্ষ ২৪ হাজার টাকা সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন মধ্যমগ্রামের এক আংশিক সময়ের কলেজ-শিক্ষক। পরে তিনি বারাসত সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত চালিয়ে প্রতারণায় যুক্ত নয়ন রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ৪২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকা থেকে ১৫ লক্ষ টাকা ওই কলেজ শিক্ষকের অ্যাকাউন্টে জমা করেছে পুলিশ। প্রতারণার সঙ্গে জড়িত বাকিদের  খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের বাসিন্দা অরিন্দম রায় একটি বেসরকারি কলেজের পার্ট টাইম শিক্ষক। তাঁর স্ত্র স্কুল শিক্ষিকা। ২০১৬ সালে ফোনে এক ব্যক্তির সঙ্গে তাঁদের পরিচয় হয়েছিল। অভিযোগ, সেই ব্যক্তি অরিন্দমবাবুকে একটি জীবন বিমা পলিসি করার জন্য অনুরোধ করে। সেই ব্যক্তি জানায়, ওই নির্দিষ্ট পলিসি বা স্কিমের ক্ষেত্রে এককালীন টাকা দিয়ে দিতে হবে। প্রতারকের ফাঁদে পড়ে কলেজ শিক্ষক একাধিক বিমা পলিসি করেন। পরবর্তী সময়ে অরিন্দমবাবু জানতে পারেন, জীবন বিমার কোনও পলিসির জন্য এককালীন টাকা দেওয়ার নিয়ম নেই। অরিন্দমবাবু তখন পলিসির টাকা ফেরত চান। তখন ‘রিফান্ড’ দেওয়ার শর্ত হিসেবে আরও কয়েকটি স্কিমে বিনিয়োগ করতে বলা হয় তাঁকে। এভাবেই ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত অরিন্দমবাবু পৈতৃক সম্পত্তি বিক্রি করে মোট ১ কোটি ২৩ লক্ষ ২৪ হাজার টাকা দিয়েছিলেন। শেষে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে চলতি বছরের ৫ মে বারাসত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তকারী আধিকারিক আলিউর রহমান মণ্ডল বলেন, ‘দেগঙ্গা থেকে নয়ন রায়কে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৪২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি জড়িতদের খোঁজে তদন্ত চলছে।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)