• এক ক্লিকেই বারাসত-মধ্যমগ্রামে কালীপুজোর সমস্ত ‘আপডেট’
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সেজে উঠেছে কালীক্ষেত্র বারাসত ও মধ্যমগ্রাম। কালীপুজোর সময় রুট অজানা থাকায় দর্শনার্থীদের অনেককেই সমস্যার মুখে পড়তে হয়। এবার এক ক্লিকেই মিলবে সমস্ত তথ্য। কোন মণ্ডপে কীভাবে যাওয়া যাবে, সেখানে ভিড় কেমন, সব ‘আপডেট’ পাবেন দর্শনার্থীরা। মানুষকে ‘ডিজিটাল’ সহায়তা দিতেই শুক্রবার বারাসত পুলিশ জেলার পক্ষ থেকে কালীপুজোর ওয়েবসাইট চালু করা হয়েছে। একইসঙ্গে গাইড ম্যাপেরও উদ্বোধন করেছেন বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। ওয়েবসাইটে পার্কিং জোন, নো-এন্ট্রি পয়েন্ট থেকে পুলিশি সহায়তা কেন্দ্রের তথ্য মিলবে। এই ওয়েবসাইটটি হল www.kalipujabarasat.in.

    কালীপুজোর কটা দিন বিকেলের পর থেকেই বারাসত শহর চলে যায় দর্শনার্থীদের দখলে। তাই ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বারাসত শহরে ঢোকার ক্ষেত্রে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। কলকাতার দিক থেকে আসা বাসকে বারাসতের রথতলা মোড়ে আটকে দেওয়া হবে। রথতলা থেকে যশোর রোডের দিকে যাওয়ার জন্য টোটো ও অটো পরিষেবা চালু থাকবে। দর্শনার্থীরা শেঠপুকুরে পার্কিং জোনে গাড়ি রাখতে পারবেন। এছাড়াও ১১ নম্বর রেলগেট, হেলাবটতলা মোড় সংলগ্ন মিলনীর মাঠে পার্কিং জোন করা হবে। কালীপুজোর দিনগুলিতে মোট ২৬০০ পুলিশ মোতায়েন করা হবে। বসবে পর্যাপ্ত সিসি ক্যামেরা। এদিন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, পুজোর রাতে বাড়ি ফিরতে যাতে শহরের বাসিন্দাদের সমস্যা না হয়, তার জন্য আধার, ভোটার বা বিদ্যুতের বিল সঙ্গে রাখতে হবে। মানুষের সুবিধার জন্য জায়ান্ট স্ক্রিনে ভিড়ের লাইভ টেলিকাস্ট করবে বারাসত জেলা পুলিশ। যাতে দর্শনার্থীরা আগাম বুঝে যান, কোন মণ্ডপে কত ভিড়। 
  • Link to this news (বর্তমান)