• ছেলেকে মুখ ফেরাতে বলে বিছানায় স্ত্রীকে খুন যুবকের
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: নাবালক ছেলেকে মুখ ফিরিয়ে শুয়ে থাকতে বলে বিছানাতেই স্ত্রীকে খুন করে পালাল যুবক। প্রায় আধ ঘণ্টা মুখ ফিরিয়ে থাকার পর পাশ ফিরে ছেলে দেখে, বাবা নেই। মা সাড়া দিচ্ছে না। তবে বাবা-মায়ের ধস্তাধস্তি, মাকে মেরে ফেলার হুমকি সবই শুয়েশুয়ে শুনেছিল নাবালক।  তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দমদমের ছাতাকলের এই খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম বিউটি বসু (৩২)। স্বামী অমিত বসু পলাতক। 

    পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন, ছেলে বিছানায় জেগেছিল। তবে সরাসরি সে এই ঘটনা দেখেনি। বাবা-মায়ের ঝামেলা, ধস্তাধস্তি সহ নানা বিষয় সে উল্টো দিকে শুয়ে শুনেছে। সেই প্রথম বাড়ির সদস্যদের বিষয়টি জানিয়েছে। মৃত বিউটিদেবী ধর্মতলার একটি পার্লারে বিউটিশিয়ানের কাজ করতেন। তাঁর স্বামী অমিত অ্যাপ ক্যাব চালক। শ্বশুর সমীর বসু বেসরকারি সংস্থায় নিরাপত্তাকর্মীর কাজ করেন। ছেলের বয়স ১০। জানা গিয়েছে, দম্পতির মধ্যে প্রায়শই অশান্তি হতো। অমিত স্ত্রীকে সন্দেহ করত। বৃহস্পতিবার রাতেও মারাত্মক ঝামেলা হয়। অমিত ছেলেকে বিছানার উল্টো দিকে মুখ ফিরিয়ে শোয়ার হুকুম দেয়। ভয়ে উল্টো দিকে সে মুখ ঘুরিয়ে ছিল। ধস্তাধস্তি বন্ধ হওয়ার পর ভয়ে ভয়ে মুখ ঘুরিয়ে দেখে, ঘরে বাবা নেই। মাকে ডাকলেও সাড়া দিচ্ছে না। ভয়ে নাবালক চিৎকার করে দাদু ও ঠাকুমাকে ডাকে। পাশাপাশি মধ্যমগ্রামের মামার বাড়িতেও সে বিষয়টি জানায়। 

    ভোর রাতে ১০০ ডায়ালে ফোন করে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। শুক্রবার ভোরে নাগেরবাজার থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে মহিলাকে। মৃতের স্বামী ঘরেই ফোন ফেলে রেখে শুধুমাত্র এটিএম কার্ড নিয়ে পালিয়েছে। মৃত গৃহবধূর বাপের বাড়ি মধ্যমগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিতের অনলাইন গেমিংয়ের নেশা ছিল। তারজন্য বাজার থেকে বিপুল টাকা ধারও করেছিল। স্ত্রীকেও সন্দেহ করত। তা নিয়েই ঝামেলার সূত্রপাত।   
  • Link to this news (বর্তমান)