নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: বিজয়া সম্মিলনিতে দলের প্রবীণ কর্মীদের সম্মান জানালেন মন্ত্রী পুলক রায়। শুক্রবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ৫৮ গেট এলাকায় দামোদর নদীর পাড়ে দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়েছিল। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, বিধায়ক প্রিয়া পাল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ১৩টি অঞ্চলের একাধিক প্রবীণ তৃণমূল কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। সেরা দুই পুরুষ ও মহিলা দলীয় কর্মীকেও পুরস্কৃত করেন পুলক রায়। বিধানসভার সেরা অঞ্চলকেও পুরস্কৃত করা হয়। বিজয়া সম্মিলনিতে বেলাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক বিজেপি নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
চুঁচুড়ায় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বিজয়া সম্মিলনি পালিত হল। প্রবীণ শ্যামাপ্রসাদবাবু দীর্ঘদিন শহর রাজনীতিতে কার্যত ব্রাত্য ছিলেন। সেখানেই তাঁকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে তাঁর রাজনৈতিক সমীকরণও চর্চিত। এদিনের অনুষ্ঠানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীরা হাজির ছিলেন। ছিলেন বহুসংখ্যক নেতাকর্মী। শ্যামাপ্রসাদবাবু বলেন, বিজয়া অনুষ্ঠান মিলনের উৎসব, আগামীর শপথের উৎসব। সেখানে কেউ কোনও ভেদাভেদ করেননি। আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে চুঁচুড়া থেকে বিধানসভায় পাঠানোর শপথ নিয়েছি।