শহরের দুই রাস্তায় পানীয় জলের মূল পাইপলাইনে নতুন পাত বসিয়ে হবে ‘জ্যাকেটিং’
বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উল্টোডাঙা রোড, রাজা দীনেন্দ্র স্ট্রিটের নীচ দিয়ে গিয়েছে পানীয় জলের মূল পাইপলাইন। টালা জলপ্রকল্প থেকে এই পাইপলাইন উত্তর থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত চলে গিয়েছে। কিন্তু উল্টাডাঙা রোড, ক্যানাল সাউথ রোড, ক্যানাল ওয়েস্ট রোড, রাজা দীনেন্দ্র স্ট্রিটের নীচে এই পাইপলাইনে গত বছর দেড়েক ধরে নানা সমস্যা হচ্ছিল। ওই পাইপলাইনের বিভিন্ন অংশে লিকেজ ধরা পড়ছিল বারবার। রাস্তায় জল উঠে আসছিল। এক ফাটল মেরামত করলে অন্যত্র ফাটল দেখা যাচ্ছিল। এই অবস্থায় ওই পাইপলাইন পুরোটাই ওয়েলডিংয়ের মাধ্যমে নতুন পাত লাগিয়ে ‘জ্যাকেটিং’-এর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এর ফলে মাঝেমধ্যেই পাইপ মেরামতি করতে হবে না। সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টালা থেকে যে পাইপলাইন উত্তর কলকাতা হয়ে শহরের সর্বত্র ছড়িয়ে পড়েছে, সেই লাইনটি গিয়েছে মানিকতলা এলাকা দিয়ে। একটি মেইন লাইন রয়েছে ক্যানাল ওয়েস্ট রোড ধরে ও একটি গিয়েছে রাজা দীনেন্দ্র স্ট্রিট ধরে। সেই কোন ব্রিটিশ আমলে বসানো পাইপলাইন এগুলি। বহু পুরনো হওয়ায় বিভিন্ন জায়গা থেকে গত এক বছর ধরে ছোটো-বড় ফাটল বা চিড় ধরা পড়ছিল। জল বেরিয়ে এসে বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নামছিল। যেখানে যেখানে ফাটল ধরা পড়েছে, সেখানে ওয়েলডিং করে মেরামত হয়েছে। কিন্তু, তাতেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছিল না। স্থানীয় ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাঃ মিনাক্ষী গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। মেইন লাইন, যা টালা থেকে সারা শহরে ছড়িয়ে পড়েছে। এই পাইপলাইনটি সার্বিকভাবে মেরামতের প্রয়োজন রয়েছে। মেয়র ফিরহাদ হাকিম উদ্যোগ নিয়েছেন।’
পুরসভা সূত্রে খবর, ওই এলাকায় একটি ওই পাইপলাইনের সমান্তরালে একটি ভূগর্ভস্থ ব্রিটিশ আমলের নিকাশিও রয়েছে। সেটি সম্প্রতি সংস্কার করে লাইনার বসানো হয়। সেই কাজের পর থেকেই এই জলের পাইপলাইনেও বিভিন্ন সময় চিড় বা ফাটল ধরা পড়তে থাকে। তাই ঠিক হয়েছে, প্রায় ৮০০ মিমি ডায়ামিটারের ওই পানীয় জলের পাইপলাইনে গোটাটাই ‘জ্যাকেটিং’ করা হবে। উল্টোডাঙা রোড ও ক্যানাল ওয়েস্ট রোডের ক্রসিং থেকে উল্টোডাঙা রোড ও রাজা দীনেন্দ্র স্ট্রিটের ক্রসিং পর্যন্ত অংশের পাইপ সার্বিক মেরামতি হবে।