• হেস্টিংসে বাইক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, গ্রেফতার বন্ধু
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধুর সঙ্গে বাইকে ঘুরতে বেরিয়ে তরুণীর মৃত্যু হল। তবে মৃত্যু ঘিরে রহস্য ছড়িয়েছে। নিছক দুর্ঘটনা না কি, কোনও চক্রান্ত রয়েছে, প্রশ্ন তুলেছেন মৃতার বাবা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হেস্টিংস এলাকায়। নিছক বাইক দুর্ঘটনায় রিয়া সোনকারের মৃত্যু হয়েছে, নাকি খুন করা হয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। রিয়ার বাবার অভিযোগের ভিত্তিতে বন্ধু অঙ্কিত মিশ্রকে গ্রেফতার করেছে থানা। কীভাবে রিয়ার মৃত্যু হল, তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার গোলাবাড়ি এলাকার বাসিন্দা অঙ্কিতের সঙ্গে বড়বাজারের ওই তরুণীর অনেক দিন ধরে পরিচয় রয়েছে।  অঙ্কিত মাঝেমধ্যেই বাইক নিয়ে এসে রিয়াকে নিয়ে বেরত। গভীর রাত পর্যন্ত  জয়রাইড করে ভোরবেলা বাড়ি ফিরতেন ওই তরুণী। রিয়ার বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি কাজ সেরে বাড়ি আসার পর দেখেন, মেয়ে অঙ্কিতের সঙ্গে বাইকে করে বেরচ্ছেন। এই যুবক মাঝেমধ্যেই রিয়াকে নিয়ে বেরত। রাত একটা নাগাদ তাঁর মেয়ের ফোন থেকে এক ব্যক্তি জানান, মেয়ের মৃত্যু হয়েছে এসএসকেএম হাসপাতালে। তিনি হাসপাতালে যান। মেয়ের অন্য বন্ধুদের চিনতেন। সেখানে গিয়ে দেখেন, মেয়ের এক বন্ধু ও বান্ধবী সেখানে এসেছেন। মৃতের বাবাকে দেখে পালিয়ে যান ওই দু’জন। 

    পুলিশের কাছে বাবা জানতে পারেন,  দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল অঙ্কিত। হেস্টিংস এলাকার হাসপাতাল রোডে বাইকের চাকা পিছলে যায়। দু’জনেই ছিটকে রাস্তায় পড়েন। এতে মারাত্মকভাবে আঘাত পান রিয়া।  অনেকক্ষণ তাঁরা পড়েছিলেন রাস্তায়। সেখান দিয়ে যাওয়া একটি গাড়ি দু’জনকে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এসএসকেএম হাসপাতালে যায়। সেখানে মৃত বলে ঘোষণা করা হয় রিয়াকে। মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। যে কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়ছে অঙ্কিত। পুলিশের কাছে রিয়ার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের মৃত্যুর জন্য দায়ী অঙ্কিত। কীভাবে রিয়ার মৃত্যু হল তা তদন্ত করে দেখা হোক। তাঁর অভিযোগের ভিত্তিতে অঙ্কিতকে গ্রেফতার করা হয়। 

    ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রাথমিকভাবে জেনেছে, বেপরোয়াভাবে বাইক চালানোর জন্য চাকা পিছলে দুর্ঘটনাটি ঘটেছে। তবে ইচ্ছাকৃতভাবেই বাইকটি চালানো হচ্ছিল কি না, দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)