• রাস্তার ধারে খোলা ভ্যাট সাফ করে তৈরি বাগান, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ সংলগ্ন এলাকায় পরিবেশ রক্ষার উদ্যোগ
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তার ধারে গোটা ফুটপাতজুড়ে তৈরি হয়েছিল ভ্যাট। ডেভিড হেয়ার ট্রেনিং কলেজের পাশের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকত নোংরা-আবর্জনা। বাসিন্দারা নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে বাধ্য হতেন। সেই জায়গার ভোল পাল্টে ফুটপাতের ওই অংশে রাস্তার ধারে তৈরি হয়েছে রোড সাইড গার্ডেন বা গ্রিন বাফার জোন। বসানো হয়েছে বাহারি ছোট গাছ, যাতে ওই জায়গায় আর কেউ নোংরা-আবর্জনা না ফেলেন।

    বালিগঞ্জ সার্কুলার রোড ও পদ্মপুকুর রোডের রোডের সংযোগস্থল। সেখানেই রাস্তার পাশে ফুটপাত জুড়ে তৈরি হয়েছিল অস্থায়ী ভ্যাট। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে গাড়িতে করেও এসে সেখানে নিত্যদিনের নোংরা-আবর্জনা ফেলা হতো। ময়লা জমে ডাঁই হয়ে পড়ে থাকত। অভিযোগ, সকালে পুরসভার জঞ্জাল বিভাগের কর্মীরা সেই নোংরা পরিষ্কার করতেন। কিন্তু ফের সারাদিন ধরে ময়লা পড়তো সেখানে। কাক, বিড়াল, কুকুরে সেই নোংরা রাস্তায় ছড়াতো। দুর্গন্ধে হাঁটাচলা যেত না বলে অভিযোগ। সেই জায়গাটিই পরিষ্কার করে তৈরি করা হয়েছে রোড সাইড গার্ডেন। মার্বেলে দিয়ে জায়গাটি বাঁধিয়ে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

    এনিয়ে ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ বোস বলেন, জায়গাটার অবস্থা খুব শোচনীয় ছিল। স্থানীয় বাসিন্দারা সেখানে ময়লা ফেলতেন। এখন জায়গাটা আর চেনাই যাচ্ছে না। ফুটপাতে বাগান তৈরি করে সৌন্দর্যবৃদ্ধি করা হয়েছে। জায়গাটির চেহারাই পাল্টে গিয়েছে। 

    উল্লেখ্য, এর আগেও শহরের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে এমন খোলা ভ্যাটের সমস্যা ছিল, সেখানে পুরসভার উদ্যান বিভাগের পক্ষ থেকে বা স্থানীয় কাউন্সিলারের উদ্যোগ এমন রোড সাইড গার্ডেন বানানো হয়েছে। তাতে পরিবশেও রক্ষা পাচ্ছে, আবার এলাকাও সাফসুতরো থাকছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)