• Breaking News Live: ‘ট্রাম্প এখন ভারতের বিদেশ নীতি ঠিক করছেন’, তোপ কংগ্রেসের
    এই সময় | ১৮ অক্টোবর ২০২৫
  • ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করল কংগ্রেস। সাংসদ সুখদেও ভগতের কথায়, ‘ট্রাম্প এখন ভারতের বিদেশ নীতি ঠিক করছেন।’

    পাঞ্জাবের অমৃতসর থেকে সাহারসা যাওয়ার পথে আগুন লেগে গেল গরিব রথ এক্সপ্রেসে। শনিবার সকালে আম্বালার আগে ট্রেনের একটি কোচ থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা কামরা। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকল। আগুন নেভানোর কাজ চলছে।

    পাকিস্তানের এয়ার স্ট্রাইকে তিন আফগান ক্রিকেটারের মৃত্যুর পরে ত্রিদেশিয় সিরিজ় থেকে নাম তুলে নিয়েছে আফগানিস্তান। এই নিয়ে বিসিসিআই-কে কটাক্ষ করলেন শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি বলেন, ‘আফগানিস্তানের থেকে শেখা উচিত বিসিসিআইয়ের।’ উল্লেখ্য পহেলগামে জঙ্গি হামলার পরেও এশিকা কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে টিম ইন্ডিয়া। সেই প্রসঙ্গ টেনেই এই কটাক্ষ প্রিয়াঙ্কার।

    বিহারে হাসতে হাসতে ২২৫টি আসনে জিতবে এনডিএ জোট। এমনই দাবি লোক জনশক্তি পার্টির সাংসদ শম্ভবী চৌধুরি। একই সঙ্গে মহাগঠবন্ধনকে কটাক্ষও করেন তিনি। শম্ভবীর কথায়, ‘যে জোট নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে পারে না, তারা বিহারের সমস্যা মেটাবে, এমন আশা করাও উচিত নয়।’

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ আমেরিকার সাধারণ মানুষ। পথে নামছেন তাঁরা। শনিবার আমেরিকার বিভিন্ন জায়গায় প্রায় ২৫ হাজার প্রতিবাদ কর্মসূচি করার কথা রয়েছে।

    শনিবার ভোররাতে কেঁপে উঠল অসমের কাছাড়। NCS-এর তথ্য অনুযায়ী, ভোর সাড়ে ৩টে নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

    শনিবার আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

  • Link to this news (এই সময়)