• ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও সপ্তাহান্তে ফের হাওয়া বদলের ইঙ্গিত, এই জেলাগুলিতে হতে পারে তুমুল ঝড়বৃষ্টি...
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ষা বিদায় নিয়েছে। শীত না এলেও রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি সরে গিয়েছে। অর্থাৎ, উত্তর থেকে দক্ষিণ, সব জেলাতেই এখন আবহাওয়া মোটের উপর শুকনো। তবে এরই মধ্যে খারাপ খবরও রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে ফের আবহাওয়া বদলাতে পারে।

    হাওয়া অফিস জানিয়েছে, শনিবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সপ্তাহান্তে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ ও আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একইভাবে দক্ষিণ বিহারেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তার পাশাপাশি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের উপর তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত। সেটি শনিবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে।

    তবে মূলত কেরল, কর্নাটক ও লাক্ষাদ্বীপের উপকূলে এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে। তবে দখিনা হাওয়া ও পশ্চিমী বাতাসের জোড়া ফলায় বাংলার উপকূলেও এর কিছুটা প্রভাব পড়তে পারে। ফলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা থাকছে।

    অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পার্বত্য অঞ্চলে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টি হতে পারে। সকালবেলা কুয়াশাও নামতে পারে পাহাড়ে।

    এদিকে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে নামছে। পুজোর পর থেকেই হালকা ঠান্ডার অনুভূতি মিলছে বাতাসে। তবে এখনই শীত পুরোপুরি আসেনি। আপাতত শুষ্ক আকাশ আর সকালের কুয়াশা মিলিয়ে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট।
  • Link to this news (আজকাল)