পাঞ্জাবে ট্রেনের কামরায় আগুন, আতঙ্কে হুড়োহুড়ি
বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি, ১৮ অক্টোবর: শনিবার সাতসকালে ট্রেন দুর্ঘটনা। যার জেরে ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। এদিন সকালে পাঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহর্সাগামী গরিব রথ এক্সপ্রেসের একটি কামরায় আগুন লেগে যায়। বরাতজোরে রক্ষা পেয়েছেন যাত্রীরা। কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ সিরহিন্দ স্টেশনের কাছে ১২২০৪ অমৃতসর-সহর্সা গরিবরথ এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। স্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ট্রেন থামিয়ে দ্রুততার সঙ্গে সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা কামরা।
আগুন বর্তমানে নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। এদিনের অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। নির্দিষ্ট বিধি অনুযায়ী তদন্ত হবে বলে জানা গিয়েছে।
Link to this news (বর্তমান)