• ট্রেন থেকে কোটি টাকার সোনা লুটে ধৃত মূল অভিযুক্ত
    আনন্দবাজার | ১৮ অক্টোবর ২০২৫
  • হাওড়া স্টেশনে ট্রেন থেকে ১ কোটি টাকার সোনা লুট করে পালানো মূল দুষ্কৃতীকে ধরল রেল পুলিশ। বৃহস্পতিবার, বেগুসরাই থেকে। ধৃতের নাম মহম্মদ মেহবুব। তার বাড়িও বেগুসরাইয়ে। রেল পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে ২০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। বাকি সোনার খোঁজে তল্লাশি চলছে।

    ঘটনার পর দু’দফায় ছয় দুষ্কৃতীকে ধরতে পারলেও সোনা নিয়ে পালানো দুষ্কৃতীর নাগাল পাচ্ছিলেন না তদন্তকারীরা। ধৃতদের বয়ান ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার ১০ দিন পরে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে হাওড়ায় আনা হয়।

    গত ৭ তারিখ রাঁচিগামী ক্রিয়াযোগ এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে থাকার সময়ে বাতানুকূল বি২ কামরায় উঠে রাঁচির এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে ১ কোটি টাকার সোনার গয়না লুট করে চার দুষ্কৃতী। তিন ডাকাতকে ধরে ফেললেও সোনা নিয়ে এক দুষ্কৃতী পালায়। পর দিনই আরও তিন জনকে ধরা হয়।

    রেল পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘ঘটনায় ধৃত ছয় দুষ্কৃতীকে জেরা করে ও হাওড়া স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই দুষ্কৃতীর সন্ধান পাওয়া গিয়েছিল। পরে আমাদের নিজস্ব সূত্র মারফত মূল দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।’’ রেল পুলিশ জানিয়েছে, ধৃতকে ন’দিনের পুলিশি হেফাজতে নিয়ে বাকি সোনা উদ্ধারের চেষ্টা চলছে।
  • Link to this news (আনন্দবাজার)