• বিহারগামী গরিব রথ এক্সপ্রেসে আগুন, পুড়ে ছাই কামরা, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
    এই সময় | ১৮ অক্টোবর ২০২৫
  • বিহারগামী গরিব রথ এক্সপ্রেসে আগুন। দাউদাউ করে জ্বলছে একটি কামরা। শনিবার সকালে পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনের কাছে আমচকাই আগুন লেগে যায়। তবে সব যাত্রী নিরাপদেই আছেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁদের কামরা থেকে নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকল। আপাতত আগুন নেভানোর কাজ চলছে। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

    অমৃতসর থেকে সাহারসা যাচ্ছিল গরিব রথ এক্সপ্রেস। সকাল সাড়ে ৭টা নাগাদ আম্বালা স্টেশন থেকে কিছুটা এগনোর পরেই ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল কর্তাদের।

    আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে দেখে ট্রেন থামিয়ে দেন চালক। একে একে যাত্রীদের বের করে আনা হয়। ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে পুরো কামরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌছয় দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ।

    আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিগত ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান। রেল কর্তারা জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। ট্রেনের অবস্থা পরিদর্শন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কোচ পরীক্ষা করার পর ফের সাহারসার দিকে রওনা দেবে ট্রেন। আপাতত পুরো স্টেশন ঘিরে রেখেছে আরপিএফ এবং জিআরপি।

    যাত্রীরা এখনও আতঙ্কিত। তবে নিরাপত্তা কর্মীদের সতর্কতার কারণে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত কামরাটি আলাদা করা হয়েছে। তার জায়গায় নতুন কামরা লাগানো হবে বলে জানিয়েছেন রেল কর্তারা।

    ঘটনার পরে X হ্যান্ডলে ইন্ডিয়ান রেলওয়ে বলেছে, ‘সকাল সাড়ে ৭টা নাগাদ অমৃতসর-সাহারসাগামী ট্রেনের একটি কামরা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের কোনও খবর নেই।’

  • Link to this news (এই সময়)