• সাতসকালে ধর্মতলায় পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ বাজি, গ্রেপ্তার ১
    এই সময় | ১৮ অক্টোবর ২০২৫
  • কালীপুজোয় বাকি আর মাত্র হাতে গোনা দু’দিন। পরিবেশের কথা মাথায় রেখে কালীপুজো এবং দীপাবলিতে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। কলকাতার ক্ষেত্রে সবুজ বাজি পোড়ানোরও সময়ও ঠিক করে দিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু তার পরেও লুকিয়ে-চুরিয়ে বাজির রমরমা কারবারের অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের বাজির ব্যবসা ঠেকাতে তৎপর পুলিশও। দফায় দফায় চলছে তল্লাশি অভিযান।

    শনিবার ধর্মতলায় বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে, বাজেয়াপ্ত বাজির মধ্যে রয়েছে চকোলেট বোমা থেকে শুরু করে অন্যান্য নিষিদ্ধ বাজিও। এই ঘটনায় মহম্মদ জিসান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বাজির ওজন প্রায় ৬০০ কেজি। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ওই সব বাজি আসানসোলে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, দীপাবলি এবং কালীপুজো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হবে।

    ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে। এই সময় ছাড়া অন্য কোনও সময়ে বাজি পোড়ানো যাবে না। পাশাপাশি ২৮ অক্টোবর ছটপুজোর দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

    (রিপোর্টিং: শ্যামগোপাল রায়, শুভ্রজিৎ চক্রবর্তী)

  • Link to this news (এই সময়)