• হাওড়ায় নয়া অফিস এলআইসি হাউজিংয়ের
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ায় নতুন ক্লাস্টার অফিস খুলল এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড। অফিসটির উদ্বোধন করেন সংস্থার এমডি ও সিইও ত্রিভুবন অধিকারী। উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের রিজিওনাল ম্যানেজার সতেন্দ্রমোহন নৈথানি, ডেপুটি রিজিওনাল ম্যানেজার রামপ্রবেশ প্রসাদ সহ অন্যান্যরা। সংস্থার কর্তারা জানিয়েছেন, পূর্ব ভারতের আওতায় এখনও পর্যন্ত ১৪ হাজার ৪৯৪ কোটি টাকার ঋণ-ব্যবসা হয়েছে। আঞ্চলিক স্তরে পরিষেবার বহর বাড়িয়ে তা ১৬ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্র রাখা হয়েছে চলতি ২০২৫-২৬ অর্থবর্ষ শেষে।
  • Link to this news (বর্তমান)