শহরে তৈরি দেশের প্রথম দেশীয় প্রযুক্তির সোডিয়াম আয়ন ব্যাটারি
বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তামা, নিকেলের মতো ভারী ধাতু নয়, কোনও ক্ষতিকর রাসায়নিকও নয়। এবার স্রেফ সোডিয়াম আয়ন ব্যবহার করে ব্যাটারি তৈরি করে ফেলল সল্টলেক সেক্টর ফাইভের একটি বিশ্ববিদ্যালয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি এটি ভারতের প্রথম ব্যাটারি বলে দাবি করছে সেই বিশ্ববিদ্যালয়। এর গুণ হল, মাত্র পাঁচ মিনিটেই ৯৪ শতাংশ চার্জ হয়ে যাবে। ১০ কিলোওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম বলে বৈদ্যুতিক গাড়িতেও সেটি ব্যবহার করা যাবে। উদ্ভাবকদের বক্তব্য, চলতি লিথিয়াম আয়ন ব্যাটারি একদিকে যেমন পরিবেশের পক্ষে ক্ষতিকর, তেমনই এই মৌলের জোগানও সীমিত। লিথিয়াম আয়ন ছাড়া অন্যান্য চালু প্রযুক্তির ব্যাটারিও পরিবেশের ক্ষতি করে। তবে, নয়া প্রযুক্তির এই ব্যাটারি পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি। আর সোডিয়াম পৃথিবীতে কার্যত অফুরান পরিমাণে রয়েছে। তাই সাসটেইনেবল বা সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যাটারি গুরুত্বপূর্ণ। দি চ্যাটার্জি গ্রুপের টিসিজি ক্রেস্ট ডিমড টু বি ইউনিভার্সিটি এই ব্যাটারির উদ্ভাবক। সেখানকার রিসার্চ ইনস্টিটিউট ফর সাসটেইনেবল এনার্জির (রাইস) একটি গবেষক দল এর পিছনে রয়েছে। টিম লিডার অভীক বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রযুক্তির উচ্চ তাপসহন ক্ষমতা ভারতীয় আবহাওয়ার ক্ষেত্রেও বিশেষ উপযোগী। এগুলি এনার্জি গ্রিডেও ব্যবহার করা যাবে।’ আপাতত পাঁচশো মিলিঅ্যাম্পিয়ার প্রতি ঘণ্টা (এমএএইচ) ক্ষমতাসম্পন্ন ব্যাটারি তারা তৈরি করেছে। অর্থাৎ, একঘণ্টা ধরে ৫০০ মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ সরবরাহ করতে পারবে তারা। খুব তাড়াতাড়ি এটির বাণিজ্যিক উৎপাদনের বিষয়ে আশাবাদী উদ্ভাবকরা।