নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজারহাটে গাড়ির দুটি শোরুম খুলল শ্রী কেডিয়া গ্রুপ। এর মধ্যে একটি মাহিন্দ্রা শোরুম, যেটি শ্রী অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের আওতায়, অন্যটি হন্ডা গাড়ির শোরুম, যেটি শ্রী হন্ডার (শ্রী কারস প্রাইভেট লিমিটেড) আওতায়। দুটোই এবিসি স্কোয়ার অটো হাবে অবস্থিত। শ্রী কেডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শারদ কেডিয়া বলেন, ক্রেতারা আমাদের বিশ্বাস করেন। আবার আমরাও চাই কলকাতায় বিশ্বমানের অটোমোবাইল পরিষেবা দিতে। তাই এই দুটি শোরুম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহিন্দ্রা শোরুমটির উদ্বোধন করেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। উপস্থিত ছিলেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার জোনাল ম্যানেজার পঙ্কজ দেশমুখ ও অন্যান্যরা। অন্যদিকে হন্ডা শোরুমটির উদ্বোধনে উপস্থিত ছিলেন হন্ডা কারস ইন্ডিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড সেলস) কুণাল বেহল।