• FA শিল্ডের ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, মেগা ম্যাচ দেখতে খরচ কত?
    এই সময় | ১৮ অক্টোবর ২০২৫
  • শনিবার সন্ধেয় মেগা ম্যাচ। IFA শিল্ডের ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। চলতি মরশুমে এই নিয়ে তৃতীয়বার আয়োজিত হতে চলেছে কলকাতা ডার্বি। শেষ দুই সাক্ষাতে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ ও কলকাতা লিগে মোহনবাগানকে হারিয়েছিল তারা। এ বার সেটার বদলা নেওয়ার সুযোগ মোহনবাগানের সামনে। ট্রফি জিতেই সমর্থকদের ক্ষোভ প্রশমিত করতে চান দিমিত্রি, রবসন, ম্যাকলারেনরা। অন্য দিকে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি হিরোশির অভিষেক ঘটতে পারে এই ম্যাচে। ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে ম্যাচ নিয়ে। বাড়িতে বসে কী ভাবে দেখবেন শিল্ডের ফাইনাল ম্যাচ?

    কোথায় দেখবেন IFA শিল্ডের ফাইনাল ম্যাচ?
    SSEN অ্যাপে দেখা যাবে IFA শিল্ডের ফাইনাল ম্যাচ। তবে এর জন্য সাবস্ক্রিপশন নিতে হবে ফুটবলপ্রেমীদের। ৯৯ টাকা দিয়ে কেনা যাবে ফাইনাল ডে পাস। অ্যাপে লগ-ইন করে এই পাসেই বাড়িতে বসে দেখা যাবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ফাইনাল ম্যাচ। তবে এটা শুধুমাত্র ইউজ়ারদের জন্য। যাঁরা পুরোনো গ্রাহক তাঁরা কিছুটা সুবিধা পাবেন। এই ম্যাচ দেখার জন্য তাঁদের খরচ পড়বে ৪৯ টাকা।

    কোথায় হবে ম্যাচ?
    গ্রুপ পর্বের খেলা হয়েছিল কিশোর ভারতী ও কল্যাণী স্টেডিয়ামে। তবে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে।

    কখন শুরু কলকাতা ডার্বি?
    ভারতীয় সময় সন্ধে ৬টা থেকে শুরু হবে ম্যাচ।
  • Link to this news (এই সময়)