• দিল্লিতে সাংসদদের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
    এই সময় | ১৮ অক্টোবর ২০২৫
  • দিল্লিতে সাংসদদের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন। বিডি মার্গে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট বহু সাংসদেরই থাকার ঠিকানা। বহু সাংসদ এখানে থাকেন। শনিবার দুপুর ১টা ২০ মিনিটে সেখানেই নীচের তলে আগুন লেগে যায়। ক্রমেই আগুন বাড়তে শুরু করে। একই সঙ্গে কুণ্ডলী পাকিয়ে ওঠা কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তড়িঘড়ি দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, আগুন আপাতত নিয়ন্ত্রণে।

    তবে ভরদুপুরে এ ভাবে এমন ভিভিআইপি অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। হইচই শুরু হয়ে যায়। বিশাল পুলিশ ফোর্স এসে পৌঁছয়। আশেপাশে যাঁরা ছিলেন, সকলকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অ্যাপার্টমেন্টের ভিতরেও যাঁরা ছিলেন, সকলকে বেরিয়ে আসার জন্য বলা হয়।

    সূত্রের খবর, খুব বেশি লোক ভিতরে ছিলেন না। বিডি মার্গের এই অ্যাপার্টমেন্ট খুব বেশি পুরোনো নয়। বছর দু’য়েক আগে তৈরি। কয়েক জন সাংসদ এখানে থাকেন। বাকিদের ঠিকানা নর্থ অ্যাভিনিউ, সাউথ অ্যাভিনিউ। মোতিবাগেও থাকেন অনেকে। তবে এখন উৎসবের মরশুম। তাই অ্যাপার্টমেন্টে কোনও সাংসদ নেই বলেই খবর।

  • Link to this news (এই সময়)