• পাঞ্জাবে গরিব রথ এক্সপ্রেসে আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি কামরা, আতঙ্কে যাত্রীরা
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার সাতসকালে মহাবিপত্তি। পাঞ্জাবে ট্রেনে আগুন। অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসের কয়েকটি কামরায় আগুন লেগে যায়। কামরাগুলিতে দাউদাউ করে জ্বলতে থাকে। সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুলস্থূল পড়ে যায় স্টেশন চত্বরে। দ্রুত পদক্ষেপ নেয় রেল। কোনও হতাহতের খবর নেই।

    আগুন লাগার সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি। প্রযুক্তিগত ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান। তবে, নিরাপত্তা পরীক্ষা-নিরীক্ষার পরই ট্রেনটি সহরসার দিকে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। উত্তর রেলওয়ে জোনের আওতাধীন পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনটি। রেল সূত্রে জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। কিছুক্ষণের পর আগুন নিভিয়ে ফেলা হয়। 

    এই অগ্নিসংযোগের ঘটনায় পর ফের রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রেলের তরফে জানানো হয়েছে, 'সকাল সাড়ে সাতটা নাগাদ গরীব রথে আগুন লাগার ঘটনাটি নজরে আসে। সঙ্গেই সঙ্গেই যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। আগুনও দ্রুত নিভিয়ে ফেলা হয়। ট্রেনটিকে শীঘ্রই গন্তব্যে পাঠানো হবে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।'
  • Link to this news (আজকাল)