• ফের বৃষ্টির পূর্বাভাস ৩ জেলায়, কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?
    আজ তক | ১৮ অক্টোবর ২০২৫
  • বিদায় নিয়েছে বর্ষা। তবে এখনই বৃষ্টির বিদায় নয়। আজ শনি ও কাল রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা পশলা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। তবে কালীপুজোতে কি বৃষ্টির সম্ভাবনা আছে?

    আজ ও আগামিকাল বৃষ্টির পূর্বাভাস
    আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়াগায় হালকা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। অন্যান্য জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। 

    ঘূর্ণাবর্তের প্রভাব
    দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সপ্তাহ শেষে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ তৈরি হতে পারে লাক্ষাদ্বীপ সংলগ্ন কর্ণাটক ও কেরল উপকূলে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও প্রবল নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার ২৪ অক্টোবর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। 

    কালীপুজো ও ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?
    সোমবার কালীপুজো ও ভাইফোঁটা বুধবার। এই দু'দিনই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমবে। সোমবার থেকে আবহাওয়া সম্পূর্ণ বদলে যাবে। সকাল ও রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। তবে বেলা বাড়লে বাতাসে আর্দ্রতা সামান্য বাড়বে। 

    উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
    উত্তরবঙ্গে ওপরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার বৃষ্টি হতে পারে। 
  • Link to this news (আজ তক)