• ২৭ মাস ধরে বেতন বন্ধ, প্রতিবাদে পঞ্চায়েত অফিসের সামনে আত্মঘাতী ‘ওয়াটারম্যান’
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
  • বেঙ্গালুরু, ১৮ অক্টোবর : গত ২৭ মাস ধরে বেতন বন্ধ। বার বার বকেয়া টাকা চাইলেও তাতে গুরুত্বই দিচ্ছিলেন না সরকারি কর্তারা। সেই সঙ্গে দিনের পর দিন চলছিল মানসিক হেনস্তা। প্রতিবাদে পঞ্চায়েত দপ্তরের সামনে আত্মঘাতী হলেন এক সরকারি কর্মচারী। বাগরুদ্ধ করে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামরাজনগর জেলায়।

    ২০১৬ সাল থেকে হোঙ্গানুরু গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন চিকোসা নায়াকা। জল দেওয়ার কাজ করতেন। উদ্ধার হওয়া তাঁর সুইসাইড নোট ঘিরে বিভিন্ন মহলে হইচই পড়ে গিয়েছে। ওই ব্যক্তি লিখেছেন, বকেয়া বেতনের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে তিনি একাধিকবার দরবার করেছেন। এমনকি অসুস্থতার কারণে ইস্তফাপত্র পর্যন্ত জমা দিয়েছিলেন। কিন্তু তাঁর সেই আবেদনে কেউ কর্ণপাত পর্যন্ত করেনি। এভাবে মাসের পর মাস কেটে গিয়েছে।

    নিজের শেষ জবানবন্দিতে চিকোসা নায়াকা লিখেছেন, ‘২০১৬ সাল থেকে আমি ওয়াটারম্যানের কাজ করছি। ২৭ মাস ধরে বেতন পাচ্ছি না। বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক (পিডিও) এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বার বার আবেদন করেছি। কিন্তু তাঁরা আমার কথায় গুরুত্ব দেননি। এমনকি আমি জেলা পরিষদের সিইও-র কাছেও দরবার করেছিলাম। তাতেও কাজের কাজ কিছু হয়নি।’
  • Link to this news (বর্তমান)