নয়াদিল্লি, ১৮ অক্টোবর : দিল্লিতে একাধিক সাংসদের সরকারি ঠিকানা ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট। সংসদ ভবন থেকে যার দূরত্ব মেরেকেটে ২০০ মিটার। রাজধানীর প্রাণকেন্দ্র বিডি মার্গে অবস্থিত এই বহুতলে শনিবার বিধ্বংসী আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।২০২০ সালে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত রাজ্যসভার সাংসদদের জন্য এখানে ফ্ল্যাট বরাদ্দ করা হয়। এদিন দুপুর নাগাদ এমন একটি হাইপ্রোফাইল আবাসনের উপরের দিকের একটি তলায় আগুন লাগে। যার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।যদিও দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদ ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত হলেও দমকলের গাড়ি পৌঁছাতে ৩০ মিনিটের বেশি সময় লেগে গিয়েছে বলে অভিযোগ। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তিনি লেখেন, ‘দিল্লির বিডি মার্গ রোডের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে বিধ্বংসী আগুন। এখানকার বাসিন্দারা সব রাজ্যসভার সাংসদ। সংসদ ভবন থেকে এই বিল্ডিংয়ের দূরত্ব ২০০ মিটার। অথচ ৩০ মিনিট হয়ে গেল, এখনও কোনও দমকল এলো না। এদিকে আগুনের তেজ বাড়ছে। বারবার ফোন করা হলেও দমকলের দেখা নেই। দিল্লি সরকারের লজ্জা হওয়া উচিত।’