কলকাতা, ১৮ অক্টোবর : হঠাৎ মতিগতি বদল আবহাওয়ার! বঙ্গ থেকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বিদায় বর্ষা। কিন্তু বৃষ্টি থেকে এখনই পরিত্রাণ নেই রাজ্যবাসীর। সৌজন্যে উত্তর ভারতের শুষ্ক হাওয়ার সঙ্গে জলীয় বাষ্প ভরা পুবালি বাতাসের সংঘাত। যার ফলশ্রুতিতে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গে। আজ, শনিবার এবং আগামীকাল রবিবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আকাশ প্রধানত মেঘলা থাকবে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি থাকায় গত কয়েকদিনে কলকাতায় তাপমাত্রার পারদে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৪.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে।