দার্জিলিংয়ে থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি, মৃত্যু ২ পর্যটকের
দৈনিক স্টেটসম্যান | ১৮ অক্টোবর ২০২৫
দার্জিলিংয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক ভর্তি গাড়ি। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে কার্শিয়াং মহকুমার পাঙ্খাবাড়ি এলাকার তিনঘুমটিতে। মৃত্যু হয়েছে দুই পর্যটকের, আহত হয়েছেন তিন যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুমিত সিং, রাজেশ পাসোয়ান। সুমিত নকশালবাড়ি ব্লকের ফুটানিমোড়ের এবং রাজেশ কোটিয়াজোতের বাসিন্দা ছিলেন। গত দু’দিন ধরে দার্জিলিং বা সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়নি। আকাশ পরিষ্কার। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কার্শিয়াং থানার পুলিশ।
পরিবারে আপত্তি সত্ত্বেও শুক্রবার গভীর রাতে ওই পাঁচজন দার্জিলিংয়ে গিয়েছিলেন। শনিবার ভোরে দার্জিলিং থেকে ফেরার পথে পাঙ্খাবাড়ি রোডে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। পাঙ্খাবাড়ির তিনঘুমটির কাছে কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত যুবকদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কার্শিয়াং ও গাড়িধুরা থানার পুলিশ। পরে তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
পাঙ্খাবাড়ির তিনঘুমটি এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে খবর। প্রসঙ্গত, পাঙ্খাবাড়ি রোড অত্যন্ত খাড়াই একটি পাহাড়ি রাস্তা। খুব দক্ষ চালক ছাড়া এই রাস্তায় গাড়ি চালানো খুব কঠিন। খাড়াই ছাড়াও অসংখ্য বাঁক রয়েছে এই রাস্তায়। দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি বা কুয়াশা কিছুই ছিল না। ফলে গাড়ির গতি বা চালকের অসাবধানতা থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ইতিমধ্যেই গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষা চলছে।
দিন কয়েক আগে কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কে খাদে পড়ে যায় একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের, আহত হন তিনজন। পাথরঝোরা থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। মেল্লি কিরণি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির তীব্র আলোয় চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে প্রায় ৫০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি।