ভ্রমণপিপাসু বাঙালির নয়া ডেস্টিনেশন, রায়চকে গঙ্গার তীরে নতুন রিসর্ট
দৈনিক স্টেটসম্যান | ১৮ অক্টোবর ২০২৫
ভারতের নদীমাতৃক সংস্কৃতিতে গঙ্গা শান্তি ও জীবনের প্রতীক। সেই গঙ্গার তীরে এবার খুলে গেল নতুন এক বিলাসবহুল গন্তব্য, রায়চকের ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (আইএইচসিএল)-এর উদ্যোগে শুক্রবার এই রিসর্টের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বাংলার পর্যটন মানচিত্রে যুক্ত হল এক নতুন অধ্যায়। গঙ্গার ঢেউয়ের মৃদু সুর আর বাংলার গ্রামীণ প্রকৃতির ছোঁয়া মিশে এখানে তৈরি হয়েছে এক শান্ত, আরামদায়ক পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে দূরে, রায়চকের এই রিসর্ট যেন স্বল্প বিরতির ছুটিতে নিখুঁত এক ঠিকানা।
আইএইচসিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পুনীত ছাটওয়াল এদিন বলেন, ‘রায়চক গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলের কাছাকাছি, যেখানে বাংলার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। তাজ গঙ্গা কুটির চালুর মাধ্যমে আমরা দেশের অনন্য গন্তব্যগুলিতে আমাদের উপস্থিতি আরও জোরদার করলাম।’ প্রায় ১০০ একর জমির উপর গড়ে ওঠা এই রিসর্টে রয়েছে ১৫৫টি কক্ষ ও স্যুইট, প্রতিটিই গঙ্গার মনোরম দৃশ্যপটে ঘেরা। এখানে অতিথিরা উপভোগ করতে পারবেন ‘মাচান’ ও ‘হাউস অফ মিং’, আর বিশ্রামের জন্য রয়েছে ‘রিভার ভিউ লাউঞ্জ’ ও ‘ভেরান্ডা লাউঞ্জ’। পাশাপাশি ইনফিনিটি এজ পুল, আধুনিক ফিটনেস সেন্টার, ইনডোর গেমস এবং আউটডোর স্পোর্টসেরও ব্যবস্থাও রয়েছে।
তাজের স্বাক্ষরিত ‘জে ওয়েলনেস সার্কেল’ স্পা অতিথিদের জন্য আনবে শারীরিক ও মানসিক প্রশান্তি। বড় মাপের অনুষ্ঠান, কর্পোরেট রিট্রিট কিংবা ডেস্টিনেশন ওয়েডিং আয়োজনের জন্য এখানে রয়েছে ৭০ হাজার বর্গফুটেরও বেশি ব্যাঙ্কোয়েট স্পেস। অম্বুজা নেউটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেউটিয়া এদিন বলেন, ‘আইএইচসিএল-এর সঙ্গে আমাদের সহযোগিতার ধারাবাহিকতায়, এই উৎসবের মরশুমে তাজ গঙ্গা কুটিরের সূচনা করতে পেরে আমরা আনন্দিত। এটি রায়চকের পর্যটন সম্ভাবনা ও স্থানীয় কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলবে।’
গঙ্গার তীরে এই নতুন রিসর্ট শুধু বিলাসিতার নয়, বরং প্রকৃতির কাছাকাছি থেকে এক শান্ত, স্নিগ্ধ ছুটি কাটানোর সুযোগ এনে দেবে। রায়চকের গঙ্গাপাড় আজ আরও একটু আপন হয়ে উঠল ভ্রমণপিপাসু বাঙালির কাছে।