• ধর্মতলায় ৬০০ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১, নিষিদ্ধ বাজি রুখতে চলছে পুলিশি অভিযান
    দৈনিক স্টেটসম্যান | ১৮ অক্টোবর ২০২৫
  • সোমবার কালীপুজো বা দীপাবলি। তার আগেই শনিবার সকালে ধর্মতলা থেকে উদ্ধার হল নিষিদ্ধ বাজি। সেই সঙ্গে গ্রেপ্তার এক যুবক। মোট ৬০০ কেজি বেআইনি বাজি বাজেয়াপ্ত করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা । এই বিপুল পরিমাণে বাজি আসানসোলে পাঠানো হচ্ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

    পরিবেশের কথা মাথায় রেখে কালীপুজো এবং দীপাবলিতে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। কলকাতায় সবুজ বাজি পোড়ানোর সময়ও ঠিক করে দিয়েছে কলকাতা পুলিশ। তারপরেও লুকিয়ে-চুরিয়ে বাজি কারবার চলছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বাজির ব্যবসা রুখতে তৎপর পুলিশ। দফায় দফায় চলছে তল্লাশি অভিযান।

    বাজেয়াপ্ত বাজির মধ্যে চকোলেট বোমা থেকে শুরু করে অন্যান্য নিষিদ্ধ বাজিও রয়েছে বলে খবর। এই ঘটনায় মহম্মদ জিসান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বয়স ২৩ বছর। তোপসিয়া থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রের খবর পেয়ে ধর্মতলা বাস টার্মিনাসের কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের কাছে মেয়ো রোডে অভিযান চালায় পুলিশ। ধৃতের কাছ থেকে তিনটি নাইলনের বস্তা ও একাধিক বক্স উদ্ধার করা হয়।

    তা খুলতেই দেখা যায় তাতে রয়েছে নিষিদ্ধ বাজি। পঁচিশটি কাগজের কার্টনে বিভিন্ন ধরণের নিষিদ্ধ বাজি কালী পটাকা, চকলেট বোম ইত্যাদি ছিল। তারপরই জিসানকে গ্রেপ্তার করে পুলিশ। ময়দান থানায় মামলা দায়ের করা হয়েছে। জেরা ওই সব বাজি আসানসোলে পাঠানোর হচ্ছিল বলে পুলিশ ধৃতকে জেরা করে জানতে পেরেছে। পুলিশ সূত্রে খবর, দীপাবলি এবং কালীপুজো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হবে।

    আগামী ২০ অক্টোবর রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে সবুজ বাজি পোড়ানোর নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই সময় ছাড়া অন্য কোনও সময়ে বাজি পোড়ানো যাবে না। পাশাপাশি ২৮ অক্টোবর ছটপুজোর দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, ১৭ তারিখ পর্যন্ত পাটুলি থানা এলাকার ঢালাই ব্রিজ ও গড়িয়া মোড় থেকে মোট ১৩১৫ কেজি বেআইনি বাজি উদ্ধার করা হয়েছে। বাঁশদ্রোণি এলাকায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৩৬ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে। শহরজুড়ে তল্লাশি চালানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)