• আজ থেকে এসএসকেএমে চালু হল উডবার্ন ওয়ার্ড ‘অনন্য’, রোগী পরিষেবা আরও উন্নত করতে এই উদ্যোগ
    দৈনিক স্টেটসম্যান | ১৮ অক্টোবর ২০২৫
  • খুলে গেল এসএসকেএমের নবনির্মিত উডবার্ন ২ ওয়ার্ড ‘অনন্য’ । ১৬ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বহুতলের উদ্বোধন করেছিলেন। ১৮ অক্টোবর, শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল পরিষেবা।

    এই ভবন তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৬৭ কোটি টাকা। ১০ তলা এই ভবনে রয়েছে ১৩১টি আধুনিক কেবিন। শীতাতাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে এই ভবনের ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এই পরিকাঠামো ভালো, প্রাইভেট হাসপাতালকেও টেক্কা দেবে।‘

    উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সিঙ্গল কেবিনের ভাড়া ৫ হাজার টাকা। সিঙ্গল স্যুট ৮ হাজার টাকা, এইচডিইউ শয্যা ১২ হাজার টাকা এবং আইটিইউ শয্যার দৈনিক ভাড়া ১৫ হাজার টাকা। এসএসকেএম কর্তৃপক্ষ প্রথমে প্রতি কেবিনে ২ হাজার টাকা বেশি ধার্য করেছিল। পরে মুখ্যমন্ত্রী তা কমিয়ে দেন।

    স্বাস্থ্য ভবনের নতুন বি়জ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন বিকেল ৩টে থেকে চালু হবে ওপিডি পরিষেবা। চিকিৎসক দেখাতে ফি বাবদ দিতে হবে ৩৫০ টাকা। এর মধ্যে ৩০০ টাকা পাবেন ডাক্তার এবং বাকি ৫০ টাকা যাবে হাসপাতালের তহবিলে। স্বাস্থ্য দফতরের দাবি, ‘এই পরিষেবা বেসরকারি হাসপাতালের তুলনায় অনেক সস্তা।‘

    উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘২০১১ সালে স্বাস্থ্যখাতের বাজেট ছিল ৩ হাজার ৬৮৪ কোটি টাকা। এখন তা বেড়ে হয়েছে ২১ হাজার ৩৫৫ কোটি টাকা। আট কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যসাথী পরিষেবা পাচ্ছেন।‘ রাজ্যের দৈনিক প্রায় সাত হাজার রোগী স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)