• ক্রিকেটারদের মৃত্যুতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নারাজ রশিদ খানরা, ‘ভারত কেন পারে না?’, প্রশ্ন বিরোধীদের
    প্রতিদিন | ১৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান পারে, তাহলে বিসিসিআই কেন পারে না? ভারত সরকার কেন পারে না? ৩ ক্রিকেটারের মৃত্যুর প্রতিবাদে আফগানিস্তান পাক দলের বিরুদ্ধে খেলতে অস্বীকার করার পরই কেন্দ্রকে কাঠগড়ায় তুলল বিরোধী শিবির। শিব সেনার উদ্ধব শিবিরের খোঁচা, মোদি সরকার তো আফগানিস্তানের কাছ থেকে কিছু শিক্ষা নিতে পারে।

    আসলে শুক্রবার রাতে সংঘর্ষ বিরতির পরও আফগানিস্তানে আচমকা বিমান হানা চালিয়েছে পাকিস্তান। শুক্রবারের এই আক্রমণে মৃত্যু ঘটেছে ৩ ক্রিকেটার-সহ অন্তত ৮ জনের। পাকিস্তানের এই ‘ঘৃণ্য’ আক্রমণের প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট দল সমবেতভাবে ক্ষোভপ্রকাশ করেছে। সেই সঙ্গে আগামী মাসে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। যে টুর্নামেন্টে পাকিস্তান, আফগানিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কারও খেলার কথা ছিল।

    আফগানিস্তান এই সিরিজ বাতিল করার পরই বিরোধীরা কাঠগড়ায় তোলা শুরু করেছে কেন্দ্রের মোদি সরকারকে। পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার দাবি উঠেছিল। এশিয়া কাপে বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্টেও যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটাও নিশ্চিত করার দাবি উঠেছিল। কিন্তু সেসব উপেক্ষা করেই বিসিসিআই এশিয়া কাপ খেলতে দল পাঠায়। যা নিয়ে সেসময় বিস্তর জলঘোলা হয়েছে। ভারত এশিয়া কাপ জিতলেও সেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তথা পাক মন্ত্রী মহসিন নকভি ‘চুরি’ করে নিজের কাছে রেখে দিয়েছেন।

    শিব সেনার উদ্ধব শিবিরের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর প্রশ্ন, আফগানিস্তান খেলাধুলোর আগে দেশকে প্রাধান্য দিতে পারলে বিসিসিআই কেন পারল না। সোশাল মিডিয়ায় তিনি লিখলেন,”গোটা পাকিস্তানটাই কাপুরুষে ভর্তি। ওরা নিরীহদের রক্ত নিয়ে ব্যবসা করে। আর যুদ্ধক্ষেত্রে গিয়ে মার খায়। ওদের লজ্জা হওয়া উচিত। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করল, সেটা দেখে ভালো লাগল। হয়তো বিসিসিআই এবং ভারত সরকার এখান থেকে শিখতে পারে কীভাবে খেলার আগে দেশকে প্রাধান্য দিতে হয়।”
  • Link to this news (প্রতিদিন)