অর্ক দে, বর্ধমান: চিকিৎসক দেখিয়ে নিজেদের চারচাকা গাড়িতেই ফিরছিলেন দম্পতি। ওই গাড়ি পুকুরে পড়ে যায়। স্বামী গাড়ির ভিতর থেকে বেড়িয়ে আসতে পারলেও স্ত্রী পারেননি! পরে পুকুর থেকে স্ত্রীর দেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান থানার মেমারিতে। মৃতার নাম আসমাতারা খাতুন। মৃতার বাপেরবাড়ির তরফে অভিযোগ, জামাই পরকীয়ার সম্পর্কে জড়িয়ে। আসমাতারা সেই বিষয়টি জেনে ফেলায় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ ছিল! সেজন্যই তাঁকে খুন করা হয়েছে! পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি গোপ গন্তার ১ অঞ্চলের ঘোষ গ্রামে শঙ্করপুর কালনা রোডের ধারে। স্বামী-স্ত্রী মুকুল শেখ ও আসমাতারা খাতুন বর্ধমানে ডাক্তার দেখিয়ে রাতে চারচাকা গাড়ি করে হাটবাকশায় বাড়ি ফিরছিলেন। রাত নটা নাগাদ শঙ্করপুর কালনা রোডের ধারে পদ্মপুকুরে গাড়িটি পরে যায় বলে খবর। গতকাল, শুক্রবার রাত সাড়ে নটার পর ওই ঘটনা ঘটেছিল বলে খবর। গাড়ির ভিতরেই সেসময় স্বামী-স্ত্রী ছিলেন। অভিযোগ, স্বামী মুকুল শেখ গাড়ি থেকে বেরিয়ে জল থেকে উঠে আসতে পেরেছিলেন। কিন্তু আসমাতারার পক্ষে সম্ভব হয়নি। স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। খবর পেয়ে সেখানে পৌঁছয় রায়না থানার পুলিশ।
পরে বছর ৩৫ বয়সী ওই তরুণীকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় তাঁর বাপেরবাড়িতে। মৃতার বাপেরবাড়ির তরফে অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়। জামাই মুকুল শেখ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে! সেই কথা আসমাতারা জেনে ফেলায় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদও হয়েছিল! অভিযোগ, তার জেরেই পরিকল্পনা করে স্ত্রীকে খুন করেছেন মুকুল। স্ত্রীকে কি বাঁচানোর চেষ্টা করেননি মুকুল? সেই প্রশ্নও উঠেছে।
ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। মেমারি থানার পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তদন্তের স্বার্থে স্বামী মুকুল শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ওই দম্পতির একটি কন্যা সন্তানও আছে বলে খবর। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।