ধনতেরসের সকালেই কলকাতায় কমল সোনার দাম! রুপোর দামই বা কত?
প্রতিদিন | ১৮ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনতেরসের সকালে সুখবর। কিছুটা কমল সোনার দাম। কমল রুপোর দামও। তার ফলে তুলনামূলক বেশি সংখ্যক ক্রেতা বাজারমুখো হবেন বলেই আশা বিক্রেতাদের।
শনিবার কলকাতায় ১ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ টাকা। যা শুক্রবারের তুলনায় কমেছে খানিকটা। ধনতেরসের সকালে রুপোর দামও নিম্নমুখী। খুচরো বাজারে রুপোর দাম ১৭ হাজার ৩৭০ টাকা। শুক্রবারের তুলনায় দাম কমেছে ১৯৫ টাকা। ১ কেজি রুপোর দাম ১৭৩৭০০। কমেছে ১ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম রুপোর বাটের দাম ১৭ হাজার ৩৬০ টাকা। এই দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস।
পঞ্জিকা মতে, ১৮ অক্টোবর, শনিবার বেলা ১২টা ১৮ মিনিট থেকে শুরু হবে তিথি। পরদিন অর্থাৎ ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত চলবে তিথি। পুজোর শুভ সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট। এই সময়ের মধ্যে কেনাকাটি করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত ভোর ৪টে ৪৩ মিনিট থেকে ৫টা ৩৩ মিনিট। অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৪৩ মিনিট থেকে বেলা ১২টা ২৯ মিনিট। বৃষভ কাল সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ১১ পর্যন্ত। প্রদোষ কাল বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।
জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, নির্দিষ্ট সময় মেনেই করুন কেনাকাটি। সোনার যে কোনও রকমের গয়না তো কিনতেই পারেন। আর তা না পারলে লক্ষ্মী-গণেশের ছবিযুক্ত রুপো বা সোনার কয়েন কেনা অত্যন্ত শুভ। চাইলে রুপো, তামার বাসনপত্র কিনতে পারেন। পকেটে টান থাকলে পড়াশোনার জিনিস যেমন পেন কিনতে পারেন। স্বস্তিক চিহ্ন কিনে দরজার সামনে লাগালে বা ঝাড়ু কিনলে তা সংসারে শুভ শক্তি বহন করে আনে।