খাস কলকাতায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১৪, উদ্ধার নগদ ৫ লক্ষ
প্রতিদিন | ১৮ অক্টোবর ২০২৫
অর্ণব আইচ: খাস কলকাতায় জুয়ার আসর! লক্ষাধিক টাকার লেনদেন। শনিবার সকালে ক্যানেল রোডে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের থেকে পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার সকালে ক্যানাল সাউথ রোডে ২০৩ নম্বর রাইজিং গেস্ট হাউসের, দ্বিতীয় তলার একটি ঘরে অভিযান চালায় কলকাতা পুলিশ। সেই অভিযানে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা প্রত্যেকে কলকাতারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা জুয়োর আসর বসিয়েছিলেন ঘরে। হচ্ছিল টাকার লেনদেন। তাঁদের হাতেনাতে ধরেন তদন্তকারীরা। উদ্ধার হয় ১১টি তাসের প্যাকেট ও ৫ লক্ষের উপর নগদ। একাধিক বিভিন্ন ডকুমেন্টও উদ্ধার করেছেন তদন্তকারীরা। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তাদের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে।
কালীপুজোর আগে শহরে বিপুল পরিমাণ নগদ উদ্ধার চাঞ্চল্য ছড়িয়েছে। টাকার উৎস কী তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতরা আরও কোনও অপরাধের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।