• সুখিয়াপোখরিতে বিজেপি সাংসদ রাজু বিস্তের কনভয়ে হামলা
    এই সময় | ১৯ অক্টোবর ২০২৫
  • এ বার দার্জিলিংয়ের বিজেপি সাংসদের কনভয়ে হামলার অভিযোগ। শনিবার সন্ধেয় দার্জিলিংয়ের সুখিয়াপোখরি ব্লকের মাসিধুরায় সাংসদ রাজু বিস্তের কনভয়ে থাকা গাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। পাহাড়ের ধস বিধ্বস্ত প্রত্যন্ত এলাকা থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে।

    অভিযোগ, সুখিয়াপোখরিতে পিছন থেকে রাজু বিস্তের কনভয়ে থাকা গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। গাড়ির কাচের একাংশ ভেঙে যায়। সঙ্গে সঙ্গেই সুখিয়াপোখরি থানায় যান সাংসদ। সেখানে অভিযোগ দায়ের করেন।

    রাজু বিস্ত বলেন, ‘হামলার ঘটনায় মোটেই ভয় পাইনি। তবে যারা পাহাড়ের শান্তি নষ্ট করার চেষ্টা করছে, আমি তাদের সতর্ক করছি। এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এখানে শান্তি রক্ষায় আমরা কাজ করে যাব। পৃথিবীর কোনও শক্তি নেই, এই কাজ থেকে আমাদের আটকাবে।’

    এর আগে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপরে হামলার ঘটনা ঘটে। উত্তরবঙ্গে দুর্যোগ-বিধ্বস্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। নাগরাকাটায় তাঁদের উপরে হামলা হয়। মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি খগেন মুর্মু। আঘাত লাগে শঙ্করেরও। তবে এখন তিনি সুস্থ।

    এই ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। দু’টি পৃথক মামলায় NIA ও সিবিআই তদন্তের দাবি ওঠে। অন্য দিকে ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়। খগেন ও শঙ্করের উপরে হামলার ঘটনায় এখনও অবধি ৫ জন গ্রেপ্তার হয়েছে। এ বার রাজু বিস্তের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে সরগরম পাহাড়।

  • Link to this news (এই সময়)