এবার পোষ্যকে নিয়েই ভুরিভোজে যেতে পারবেন, জেনে নিন কোথায় ...
আজকাল | ১৯ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে আর পোষ্যকে বাড়িতে একা রেখে রেস্টুরেন্টে যেতে হবে না। পশ্চিমবঙ্গের বর্ধমানে চালু হল রাজ্যের প্রথম এমন রেস্টুরেন্ট, যেখানে মালিক ও পোষ্য একসঙ্গে বসে খেতে পারবেন। শুধু খাওয়া-দাওয়াই নয়, একই ছাদের নিচে মিলবে গ্রুমিং, চিকিৎসা এবং ডে-কেয়ারের সমস্ত পরিষেবাও।
রেস্টুরেন্টটির মালিক বৈশাখী চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গে এটাই প্রথম উদ্যোগ যেখানে একই জায়গায় পোষ্যদের জন্য এমন সার্বিক পরিষেবা চালু হয়েছে। রেস্টুরেন্টটি দুই ভাগে বিভক্ত — একতলায় সাধারণ ফ্যামিলি রেস্টুরেন্ট এবং দ্বিতীয় তলায় পেট-ফ্রেন্ডলি ক্যাফে। এখানেই মালিকরা তাঁদের পোষ্যদের নিয়ে বসে খাওয়া-দাওয়া করতে পারবেন। পোষ্যদের জন্য আলাদা টেবিল ও বিশেষ খাদ্যতালিকা রাখা হয়েছে, যা তাদের পুষ্টি ও স্বাস্থ্যের উপযোগীভাবে তৈরি করা হয়।
বৈশাখী চক্রবর্তী আরও জানান, “আমাদের এখানে ২৪ ঘণ্টা ডাক্তারি পরিষেবা উপলব্ধ থাকবে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতেও দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।”
রেস্টুরেন্টে পোষ্যদের জন্মদিন উদযাপনেরও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মালিকরা চাইলে তাঁদের পোষ্যের জন্মদিন পার্টি এখানেই আয়োজন করতে পারবেন। এছাড়া, যারা বাইরে কোথাও যাচ্ছেন বা কোনও কাজে ব্যস্ত থাকেন, তাঁদের জন্য রয়েছে পোষ্যের ডে-কেয়ার পরিষেবা, যেখানে নিরাপদ পরিবেশে রাখা হবে প্রাণীগুলিকে।
বর্ধমানের এই নতুন রেস্টুরেন্টটি ইতিমধ্যেই স্থানীয় প্রাণীপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। বহু মানুষই জানিয়েছেন, এতদিন তাঁরা রেস্টুরেন্টে যেতে চাইলেও পোষ্যকে রেখে যেতে মন চাইত না। এবার সেই সমস্যার অবসান ঘটল। এই উদ্যোগ রাজ্যে পোষ্য-প্রেমের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই আশা করছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, “ওরাও পরিবারের সদস্য। উৎসব, আনন্দ কিংবা সাধারণ আড্ডার সময় ওদের বাদ দিয়ে কিছুই পূর্ণতা পায় না।”
বর্ধমানের এই রেস্টুরেন্টে তাই মানুষ ও তাদের প্রিয় পোষ্যের একসঙ্গে আনন্দে সময় কাটানোর নতুন দিগন্ত খুলে গেল।